৪৭৮ বার পড়া হয়েছে
মনটা আমার
রহিমা আক্তার লিলি
পড়তে বসে মনটা আমার
করে তিড়িং বিড়িং,
যেমন করে উড়ে বেড়ায়
ঘাসের উপর ফড়িং।
বোনটি আমার মুবাশশিরা
খলখলিয়ে হাসে,
যেমন করে কাঁচের ভেতর
রঙিন গাপ্পি বাসে।
কাঁচের বয়াম একুরিয়াম
রঙিন মাছের হাঁড়ি,
লেজ নাচিয়ে ঘুরে বেড়ায়
যেন খেলনা বাড়ি।
আমারওতো ইচ্ছে করে
রঙিন লাটাই ঘুড়ি,
পাখির মতো পাখনা মেলে
আকাশ ভেঙে উড়ি।
মায়ের তাতে ভীষণ মানা
শুধুই করে রাগ,
কটমটিয়ে চোখটি টাটায়
যেন বনের বাঘ।
উঠতে গেলে ধপাস ধপাস
পিঠের উপর পড়ে,
যেমন করে ভাদ্র মাসের
পাকা তালটি ঝরে।