৮৬ বার পড়া হয়েছে
বৃষ্টির ছড়া
নজরুল ইসলাম খান
আষাঢ় এলো সারা বাংলায়,
বৃষ্টি কোথায়? বৃষ্টি কোথায়?
বৃষ্টি পড়ুক টাপুর টুপুর,
বৃষ্টি নামুক আমার মাথায়।
দীর্ঘ দিনের তাপদাহে,
শরীর আমার ঝলসে গেছে।
বৃষ্টি নামুক অঝোর ধারায়,
ঠাণ্ডা করুক আমায় এসে।
বৃষ্টি এলে ভিজবো আমি,
ঘরের ছাদে, ফাঁকা মাঠে।
তুমি যদি থাকো সাথে,
অনেক মজা পাবে তাতে।
দোলনচাঁপা- কদম্বফুল,
ফুটে থাকে রাতে-প্রাতে।
চাইলে তুমি দিতে পারি,
তুলে এনে তোমার হাতে।
বৃষ্টি হলে ডোবা নালা,
পুকুরের ঘাট জলে ভাসে।
বৃষ্টি এলে অবিশ্রান্ত,
ডাহুক ডাকে মাঠের পাশে।
বিলে ঝিলে শাপলা শালুক
ফোটে যেন চাঁদের হাসি।
বৃষ্টি নামুক মুসলধারে,
বৃষ্টি আমি ভালোবাসি।