বাংলাদেশ রাইটার্স গিল্ড-এর
সাহিত্যের নতুন দিগন্ত শীষর্ক, দশম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২১
গত ২০ নভেম্বর ২০২১ তারিখ বিকেল চারটায় সংস্কৃতি বিকাশ কেন্দ্র, পরিবাগ, ঢাকায় অনুষ্ঠিত।
প্রধান অতিথি ছিলেন : ড. শাকির সবুর, অধ্যাপক, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ অতিথি ছিলেন : চন্দ্রা চৌধুরী, কবি ও প্রবন্ধিক
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন : ফেরদৌস হাসান , ঔপন্যাসিক ও নাট্যকার।
সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্যে দশজন গুণীজনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
তাঁরা হলেন :
১) উপন্যাসে মৌলিক অবদানের জন্য
হাসান মাহামুদকে বিশেষ সম্মাননা-২০২১
২) উপন্যাসে মৌলিক অবদানের জন্য
মিকসেতু মিঠুকে বিশেষ সম্মাননা-২০২১
৩) কবিতায় মৌলিক অবদানের জন্য
চন্দ্রা চৌধুরীকে বিশেষ সম্মাননা-২০২১
৪) কবিতায় মৌলিক অবদানের জন্য
কাজী দীন মুহম্মদকে বিশেষ সম্মাননা-২০২১
৫) কবিতায় মৌলিক অবদানের জন্য
জহির আশফাককে বিশেষ সম্মাননা-২০২১
৬) শিশুসাহিত্যে মৌলিক অবদানের জন্য
সাদিয়া ইসলাম বৃষ্টিকে বিশেষ সম্মাননা-২০২১
৭) উপন্যাসে মৌলিক অবদানের জন্য
নাসরিন জামানকে বিশেষ সম্মাননা-২০২১
৮) ছোট গল্পে মৌলিক অবদানের জন্য
মুহাম্মাদ আসাদুল্লাহকে বিশেষ সম্মাননা-২০২১
৯) উপন্যাসে মৌলিক অবদানের জন্য
ইব্রাহীম খলিল জুয়েলকে বিশেষ সম্মাননা-২০২১
১০) উপন্যাসে মৌলিক অবদানের জন্য
ফেরদৌস হাসানকে বিশেষ সম্মাননা-২০২১
অতিথি সবাই বক্তব্য রেখেছেন। বাংলাদেশ রাইটার্স গিল্ডের সভাপতি পারভেজ রানা অনুষ্ঠানটির আয়োজক। মঞ্চে উপবিষ্ট অতিথি ছাড়াও বক্তব্য রাখেন আরো কয়েকজন লেখক, কবি, সাহিত্যিক, পাঠক।
কবি নাঈম আহমেদ ও লেখক, সংগঠক সাঈদা নাঈম তাদের আবৃত্তি এলবাম (সিডি) অতিথিদের উপহার দেন।
বিশেষ সম্মাননা প্রদান করা হয় ক্রেস্ট প্রদানের মাধ্যমে। রাইটার্স গিল্ডের পক্ষ থেকে শিশুশিল্পী ঐশ্বর্য জল পুরষ্কার তুলে দেয়।.
কথা, কবিতা, আবৃত্তি, অনুভূতি, শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি চমৎকার আয়োজন লেখক, দর্শক, পাঠকদের জন্য একটি বিশেষ তাৎপর্যপূর্ণ আয়োজন করার জন্য বাংলাদেশ রাইটার্স গিল্ড নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে;
পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জিনিয়া ফেরদৌস রুনা।