বন্ধু
যুথিকা জ্যোতি
বন্ধু মানে
ইগো নয়, প্রতিযোগী নয়,
বন্ধু মানে, স্বচ্ছ হৃদয়ের অকৃত্রিম ভালোবাসা।
অভিমানে পাশে থেকে
যে বুঝবে মনের ভাষা।
বন্ধু মানে
সেই ছবি,
যা শুধু কল্পনায় ভাবা যায়,
আর তার প্রতিচ্ছবি মনের ক্যানভাসে আঁকা যায়।
বন্ধু মানে
যে নিঃস্বার্থে নিস্প্রয়োজনে
সব সময় পাশে থাকে,
সেই হচ্ছে প্রকৃত আপনজন।
বন্ধু মানে
সেই ভালোবাসা,
যা প্রতিদিন পেতে চায়
যেখানে থাকবে না
বিনিময়ে প্রাপ্তির প্রত্যাশা।
বন্ধু মানে
সুন্দর একটি মন,
যেখানে থাকবে শুধু স্বচ্ছতা
আর পবিত্রতা,
থাকবে না সংকীর্ণতা, কার্পণ্যতা সারা জীবন।
বন্ধু মানে
শত দু:খ কষ্টের মাঝেও
খুঁজে পাওয়া একটুখানি সুখ,
যেখানে নেই রাগ দ্বেষ মোহ
আর ভোগ।
বন্ধু মানে
হঠাৎ খুশির বন্যায় ভাসা
হ্রদয় মন প্রাণ,
সুখে দু:খে সর্বক্ষণ
গাইবে জয়গান।
বন্ধু মানে
কঠিন শপথ
দৃঢ় অঙ্গীকার,
বিপদকালে সাথে থেকে
করবে সকল আঁধার পার।
বন্ধু মানে
ঊষার প্রথম স্নিগ্ধ সকাল
নিঝুম আঁধার রাত,
সাথে থেকে সর্বদা
বাড়িয়ে দেবে হাত।
___________
যুথিকা জ্যোতি
তারিখ : ০৭/১২/২০২২
টরোন্টো, কানাডা
২ Comments
সুন্দর উপস্থাপনা।
@ ম,আ, কুদ্দুস পদ্মা
ধন্যবাদ আপনাকে।