ফেরারি মন
ইভা আলমাস
এখানেও নীল আকাশে মেঘ ভাসে
বিচিত্র গাড়ি বহর ছোটে অবিরাম
শিশুদের কাকলী কানে ভেসে আসে
পাখালি শুরু করে সকালের গান।
এখানেও রমণীরা খোঁপা বাঁধে
পুরুষের ব্যস্ততায় রুটি রুজি
ওখানের মতো করে শিশুরা কাঁদে
তবু কেন ব্যতিক্রমকেই খুঁজি!
পাখিদের নীড়ে ফেরা চেনা ছবি
সন্ধ্যায় একই ঢঙে দেখা মেলে
আঁধারের গা বেয়ে ওঠে রবি
মা-শিশু একই রঙে খেলা খেলে।
গাছে গাছে সবুজের সমারোহ
ঐশ্বরিক প্রেম তাও একই আছে
নেই কোন ব্যতিক্রমী আবহ
মনে হয় তবু কী যে নেই কাছে!
মন কেন ছুটে চলে সেই দেশে
কে আমায় বারেবারে পিছু ডাকে
বোঝাতে গেলেও মন বোঝে না,সে
অকারণে পিছু হাতড়াতে থাকে…
———————
০১/১১/২০২২ খ্রি.
পতেঙ্গা, চট্টগ্রাম।