১৫৭ বার পড়া হয়েছে
ফিরে আসা
জেরিন বিনতে জয়নাল
আমি চাতকের ন্যায় অপেক্ষায় ছিলাম,
তুমি বৃষ্টি হয়ে ভিজিয়ে দিলে।
আমি গান শোনানোর আবদার করলাম
তুমি টিনের চালে সুর তুললে।
আধারের মাঝে উজ্জ্বল আকাশ দেখতে চাইলাম
তুমি বজ্র হয়ে জ্বলে উঠলে।
আমি বিষন্ন হয়ে বসেছিলাম,
তুমি প্রকৃতিকে জাগিয়ে তুললে।
আমি শহুরে কোলাহলে বিরক্ত
তুমি সেই কোলাহল থামিয়ে দিলে।
আমি কিছুক্ষণ একা থাকতে চেয়েছিলাম
তুমি সব হতাশাকে দূরে ঠেলে দিলে।
আমি ক্লান্ত চোখে আকাশ পানে চাইলাম
তুমি স্নিগ্ধ পবনে ক্লান্তি দূর করলে।
আমি এক মুঠো ভালোবাসার কথা বললাম
তুমি মুচকি হেসে অন্য পথে চললে।
পিছন ফিরে আমায় তুমি বললে,
ভয় নেই, ফিরে আসবো আবার মনে পড়লে।
১ Comment
সুন্দর প্রকাশ।