প্রতিবিম্ব প্রকাশ লেখক সম্মাননা ২০২৩ প্রদান অনুষ্ঠান:
গতকাল ২২-০২-২৩ বুধবার বিকেল ৪টায়, কাঁটাবন মোড়, ঢাকার কবিতা ক্যাফে-তে অনুষ্ঠিত হয়েছে প্রকাশনী সংস্থা “প্রতিবিম্ব প্রকাশ লেখক সম্মাননা ২০২৩”। এতে উপস্থিত ছিলেন:
১) বরেণ্য কবি আল মুজাহিদী (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত, বীর মুক্তিযোদ্ধা),
২) বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন (বাংলা একাডেমি পদকপ্রাপ্ত, সাবেক পরিচালক: নজরুল ইনস্টিটিউট),
৩) কবি মাহমুদুল হাসান নিজামী (একশো ১৪০টি বইয়ের রচয়িতা)
৪) কবি ড. মাহফুজুর রহমান, প্রফেসর রাজশাহী বিশ্ববিদ্যালয়।
৫) বিশিষ্ট সংগীত শিল্পী, রুক্সী আহমেদ, বিভাগীয় প্রধান (ইংরেজি), সরকারি লালমাটিয়া কলেজ।
৬) কবি এ টি এম ফারুক আহমেদ, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার।
৭) ভারতের কবিতীর্থ পত্রিকার সম্পাদক অমল কুমার মন্ডল,
৮) সৈয়দ ওয়ালিউল্লাহ পদক প্রাপ্ত কথাসাহিত্যিক জসিম মল্লিক (কানাডা প্রবাসী),
৯) কবি, অনুবাদক এবং সাংবাদিক আশরাফ আলী (কানাডা প্রবাসী)
এছাড়াও আরো অর্ধশতাধিক কবি-লেখক ও পাঠক উপস্থিত ছিলেন।
অমর একুশে বইমেলা ২০২৩ এ প্রকাশিত সেরা গ্রন্থ-লেখকদের পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তরা হলেন:
০১) রেজাউদ্দিন স্টালিন: শ্রেষ্ঠ একশো কবিতা (কবিতা)
০২) আসলাম সানী: মুখে বাংলা ভাষা আর বুকে বাংলাদেশ আছে (ছড়া)
০৩) আতাহার খান: জ্বলছি এখন (কবিতা)
০৪) মাহমুদুল হাসান নিজামী: Sweet Rhymes (ছড়া)
০৫) কাজী জহিরুল ইসলাম: নির্বাচিত সনেট (কবিতা)
০৬) গোলাম কিবরিয়া পিনু: দেশভরা নদী (শিশুতোষ ছড়া)
০৭) তসলিমা হাসান: চোখের মণি (উপন্যাস)
০৮) গোলাম কিবরিয়া পিনু: দেশভরা নদী (শিশুতোষ: ছড়াগ্রন্থ)
০৯) শীরীন আক্তার: মুক্ত বিহঙ্গের খোঁজে (প্রবন্ধ)
১০) জাহানারা বুলা: প্রতিটি বৃষ্টির ফোঁটা একা (কবিতা)
১১) যুথিকা বড়ুয়া: নানান রঙের যাপিত জীবন (ছোট গল্প)
১২) সুরমা খন্দকার: বেদনা কবিতার কথকতা (কবিতা)
১৩) সাঈদা আজিজ চৌধুরী: অবন্তিকা (কবিতা)
১৪) শাহানাজ শারমিন: দহনের অশ্রু (থ্রিলার, উপন্যাস)
১৫) আরজু আরা: পথের ধূলো (কবিতা)
১৬) সোহেল আকন নবাব: সোনালি দিন, সূর্যোদয়ের দেশে (আত্মজীবনী)
১৭) ফরিদা বেগম: শুকনো ফুলের সৌরভ (কবিতা)
১৮) নিপা খান: শ্রাবণের মেঘ (কবিতা)
১৯) কবি ফারহানা আহসান, এক খণ্ড প্রেম (ছোটগল্প)
২০) কবি এ টি এম ফারুক আহমেদ: অপরিচিতা (কবিতা)
পুরস্কার বিতরণী শেষে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে সংগীত শিল্পী রুক্সীর গান।
এছাড়াও উপস্থিত কবি-লেখকগণ তাদের লেখক হওয়ার গল্প ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
এইবার বইমেলার পরে আরো একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান প্রতিবিম্ব প্রকাশের সত্ত্বাধিকারী বাস্তববাদী কবি আবুল খায়ের।
সবাই প্রতিবিম্ব প্রকাশ এর সাফল্য কামনা করেন। এছাড়াও কালের প্রতিবিম্ব (ম্যাগাজিন) এবং সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপকে আরো বেশি গতিশীল করার জন্যে সকলের সহযোগিতা কামনা করেন।