প্রকৃত বিজয়
আরজুমান আঁখি
বাংলাদেশের ইতিহাস কতই না বিচিত্র,
কে ছিল দেশের শত্রু, কেই-বা ছিল মিত্র!
বায়ান্ন গেল, ঊনসত্তর গেল, গেল একাত্তর,
সত্যি কি পেয়েছি প্রকৃত বিজয় দাও উত্তর?
বিজয় বিজয় বলি মোরা, বিজয় সেটা নয়
যে বিজয়ে মানুষ আদৌ স্বাধীন না হয়।
কালে কালে স্বৈরাচারীর ঘটে আবির্ভাব,
মিথ্যে আশ্বাস প্রবঞ্চনাই যাদের মূল স্বভাব
চব্বিশের সংগ্রামেও মোরা পেয়েছি বিজয়,
কত সাহসী তরুণ তাদের জীবন করেছে ক্ষয়।
বাঙালি মোরা, বাংলার মানুষ, সহজ সরল বটে ,
প্রয়োজনে মোরা সংগ্রাম করি, সবাই ঐক্য জোটে।
অন্ধকার থাকে যেমন, তেমনি থাকে আলো,
যুদ্ধের বিরুদ্ধে তেমনি শান্তির মশাল জ্বালো।
ভবিষ্যতেও আসতে পারে হাজারো স্বৈরাচার,
প্রকৃত বিজয় পেতে হলে দিতে হবে হুংকার।
রুখে দাঁড়িয়ে করব বধ অত্যাচারীর অত্যাচার,
এই হোক বাংলাদেশীর আগামীর দৃঢ় অঙ্গীকার।