ঢাকা প্রতিনিধি:
বিনামূল্য পাঠাগারে বই উপহার দিলেন কবি ও কলামিস্ট অথই নূরুল আমিন:
( দ্বিতীয় পর্ব )
অথই নূরুল আমিন (কবি কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক), তিনি নেত্রকোনা জেলার, বারহাট্টা উপজেলায় ছয়গাঁও গ্রামে ২০ ফেব্রুয়ারি ১৯৬৮ সনে এক ধনাঢ্য খান পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মো. আব্দুল হক খান (হক সাহেব) মাতা নুরজাহান তালুকদার।
লেখালেখির জীবনে তিনি একজন রাজনীতি বিশ্লষক এবং দেশের প্রভাবশালী কলামিস্ট হিসেবে পরিচিত। সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল জীবন বার্তা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তিনি। নব্বই দশকের মানবতার কবিও মানবাধিকার কর্মী। অসংখ্য সংবাদ পত্রের নিয়মিত লেখক তিনি। এছাড়া সারা দেশের অসংখ্য পাঠাগারে স্বরচিত বই উপহার দিয়েছেন। পাঠাগার বন্ধু এবং শিক্ষা বন্ধু উপাধিতে ভূষিত হন তিনি। আমাদের পক্ষ থেকে মানবতার ফেরিওয়ালা এই কবির সার্বিক সাফল্য কামনা করি।
পাঠাগারগুলো যথাক্রমে :
২০) পথ পাঠাগার, প্রতিষ্ঠা পরিচালক, সুসঙ্গ দুর্গাপুর, জেলা- নেত্রকোনা, মোবাইল ০১৭৬৪২৮১৬৩।
২১) রানীগঞ্জ পাঠাগার, পোড়া বাড়ী, ত্রিশাল, জেলা : ময়মনসিংহ, মোবাইল, ০১৬২৯১৮০৬৭৬।
২২) আন নূর পাঠাগার, তিলিপ, নাঙ্গলকোট, জেলা: কুমিল্লা, মোবাইল, ০১৬১৭৭৩৫৮০০।
২৩) হিমু পাঠাগার, প্রতিষ্ঠাতা পরিচালক, এমপির মোড়, দুর্গপুর সদর, উপজেলা : দুর্গাপুর, জেলা : নেত্রকোনা, মোবাইল, ০১৮২০১৪০৪৫৫।
২৪) আলোর পথের যাত্রী পাঠাগার, তেলকুপি বাজার, মোল্লাটোলা, শিবগঞ্জ, জেলা : চাপাই নবাবগঞ্জ, মোবাইল, ০১৩১৩১৪৭৯৮৬।
২৫) আস সুফিয়া গণ পাঠাগার, প্রতিষ্ঠা পরিচালক, কবি ও প্রকাশক, শাহরিয়ার কবির, বনশ্রী, ঢাকা, মোবাইল, ০১৭৩৫০৭৩৯৯১।
২৬) জোনাকির আলো পাঠাগার, বোয়ালমারী বাজার, উপজেলা : সাঁথিয়া, জেলা : পাবনা, মোবাইল, ০১৩০৩৪০৮৯১ ।
২৭) সুবিদখালী বিশ্ববিদ্যালয় গ্রন্থাকার, বরগুনা সদর, জেলা : বরগুনা, মারফত সাংবাদিক মোঃ জলিলুর রহমান, মোবাইল, ০১৭২৩৪৭৪২৮১।
২৮) মো: মাহফুজুল হক মুন্না, নেত্রকোনা সদর, জেলা: নেত্রকোনা, মোবাইল, ০১৬৪৩৯০৩৯৬৮।
২৯) স্বপ্ন ছোঁয়া পাঠকেন্দ্র, প্রতিষ্ঠাতা পরিচালক, আউলিয়া আক্তার সীমা, চুনারুঘাট, জেলা : হবিগঞ্জ, মোবাইল ০১৩২৬৪১৬৭৮৭।
৩০) বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান স্মৃতি সংসদ পাঠাগার, পোঃ রহমতপুর, ডিবি রোড, জেলা: গাইবান্ধা, মোবাইল, ০১৯১৩৪৭৫১৪৯।
৩১) মাজহারুল ইসলাম, সানকি পাড়া, জিলা স্কুল রোড, জেলা: ময়মনসিংহ, মোবাইল, ০১৭১৪৭১৫২৭৫।
৩২) স্বপন কুমার ভূঁইয়া, গ্রাম: ভাড়াউড়া চা বাগান, পোঃ+ থানা শ্রীমঙ্গল, জেলা : মৌলভীবাজার, মোবাইল, ০১৭৬৭৭৪৫০৯৬।
৩৩) অদম্য পাঠাগার, প্রতিষ্ঠাতা পরিচালক, শ্রী সুমন কুমার, পোঃ জেমাজানি, থানা : শাহজাহান পুর, জেলা: বগুড়া, মোবাইল, ০১৭৪৪৮৯২৮৪৫।
৩৪) অগ্নীবীণা পাঠাগার, গ্রাম + পোঃ সিরাজপুর, থানা : কোম্পানিগঞ্জ, জেলা নোয়াখালী, মোবাইল, ০১৮৩২৩৩৯০২০।
৩৫) ফোরকান স্মৃতি পাঠাগার, প্রতিষ্ঠাতা পরিচালক, মোঃ ইসমত দ্দোহা (বাবু), শিবপুর, কেরামতগঞ্জ, জেলা : লক্ষ্মীপুর, মোবাইল ০১৮২০৩৫২৫২৫।
৩৬) সাতগাঁও গণ মূল্যায়ন পাঠাগার, প্রতিষ্ঠাতা পরিচালক, মোঃ আবেদ আহমেদ, বিআইডিসি বাজার, ফকির বাড়ী, জয়দেবপুর, জেলা : গাজীপুর, মোবাইল ০১৪০৪৭৭৫৪৮১।
৩৭) সাংবাদিক শ্রী অরবিন্দ ধর, নিউ টাউন, জেলা : নেত্রকোনা, মোবাইল, ০১৭২৪১৪১৬৩৩।
৩৮) সেবা লাইব্রেরী, মো: মুকলেছ উদ্দিন, মোকাম, মদন সদর, উপজেলা : মদন, জেলা : নেত্রকোনা, মোবাইল, ০১৭২৩৪৫৫৯১৮।
৩৯) মুখলেছুর রহমান খান জনকল্যাণ পাঠাগার, প্রতিষ্ঠা পরিচালক, মোঃ নূর খান, গ্রাম : এরুয়ারচর, পোঃ ধলামূলগাঁও, থানা : পূর্ব ধলা, জেলা : নেত্রকোনা, মোবাইল, ০১৭৫৭৭৬৬৩৮৪।
৪০) সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার, ধুলাউড়ি পূর্ব পাড়া, সাঁথিয়া, পাবনা, মোবাইল, ০১৭৩৫২০১৫৪২। এই প্রতিবেদককে অথই নূরুল আমিন বলেন, দেশের যেকোনো পাঠাগার বই চাইবে অথবা ঠিকানা যারা দিবেন। তিনি আরো বলেন, সবাইকে আমার লেখা প্রকাশিত প্রায় তেইশটি বই থেকে যখন যে বই থাকবে সেই বই গুলো পাঠিয়ে দেব। কমপক্ষে দশ বারোটি করে বই আমি একেকটি পাঠাগারে উপহার দিয়ে থাকি। এই রিপোর্ট লেখা পযর্ন্ত তিনি নিজ খরচে কুরিয়ার অথবা ডাক। এ পযর্ন্ত শতাধিক পাঠাগার ও সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে বই উপহার দিয়েছেন। এছাড়া বিডি চাইল্ড পুরস্কার ২০২৪ অনুষ্ঠানে শিশুদের জন্য অংশগ্রহণকারী প্রায় ১৩০ জনের জন্য ৩৫০ বই অর্থাৎ ৩৫০০০ হাজার টাকার বই তিনি উপহার দেন। প্রিয় পাঠক সবচেয়ে মজার ব্যপার হচ্ছে। অথই নূরুল আমিন অনূআর ঝুলি রূপকথার গল্পের সিরিয়ালের লেখক। এবং তিনির লেখা রূপকথার গল্পগুলো বাচ্চাদের জন্য এনিমেশন কার্টুন করা হয়েছে। এবং ইউটিউব চ্যানেলে অনূআর ঝুলি নামে এই চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। প্রতিবিম্ব প্রকাশ এর পক্ষ থেকে এই প্রতিভাবান লেখকের জন্য শুভকামনা রইল।