১৯৫ বার পড়া হয়েছে
নীরব অশ্রুরেখা
কাকলী কর ঝুমা
নির্ঘুম রাত, অপূর্ণ স্বপ্ন!
চারিদিক গভীর শূন্যতার সিন্ধু জল,
চোখের অন্তরীণে বিমূর্ত আগুন ছবি,
এ যেন ধুসর আকাশে ঘননীল অশ্রুপাত!
আমার একাকিত্বের আর্তচিৎকার তুমি শোননি,
শুনেছিল মেঘ, গর্জে উঠেছিল বারংবার ক্রোধের অনলে!
ঝাঁকরা চুল উড়িয়ে ভেসে এসেছিল হাওয়া;
আকাশে উঠেছিল ঝড়ঝম্পা।
ইন্দ্রের ধনুক দৃপ্ত প্রতিবাদ করেছিল
লুন্ঠন-উল্লাসে!
আমার কম্পিত চোখ তোমার জন্য
প্রতীক্ষা করেছে সহস্রবার,
প্রতিবার হয়েছে রক্তাক্ত!
তোমার মনের অতল জল
স্পর্শ করতে যেয়েও পারিনি,
হয়েছি পালছেঁড়া নৌকা!
অবশেষে হলাম নিকষ
নিস্তব্ধ রাতের ঘূর্ণিঝড়,
অন্ধকার শ্মশানের ফসিল।