নিলীন অনুভবে
জেবুন্নেছা সুইটি
ও পাহাড়? তোমার সবুজ চোখে কেনো এতো জল?
কিসের ব্যথা? কিসের কষ্ট? কেনো ঢালো কাকচক্ষু স্বচ্ছ পানির ঢল?
আমার সিন্দুকজুড়ে কত কষ্ট কত হতাশা কত ক্লেশ! তোমার সমান অভিমান নিয়ে ফিরে আসি সেই খবর রাখো তুমি?
ও পাহাড়? তোমার চাপাকষ্টে আমার হৃদয় নোনাজলে ভাসে ক্ষতবিক্ষত এই মনে অভিযোগের সুর ওঠে
কত না বলা কথা, বুকের জমিনে বীজবপন করে প্রতিনিয়ত।
আমারও তো আছে ঢের অভিমান অভিযোগের প্লাবন। একপা দুইপা করে হেঁটে চলি তোমার বুক ঘেঁষে, আপন স্পর্শে আরও কাছে পাব বলে।
কিন্ত, ব্যথিত হৃদয় গুটিয়ে চলে আসি ফেলে আসা
আপন র্নিবাসনে।
ও পাহাড়, তোমার কান্নার আওয়াজে ছন্দের পতন
হয়,ঋতু পরিবর্তনের কাল ভেদে সৃষ্টি হয় কত লেক কত হ্রদ তোমার স্বচ্ছ জলে সাঁতার কেটে বেড়ায় গাঙচিল, পানকৌড়ি।
সবুজ জলে ভেসে ওঠে নীল আকাশ খন্ড খন্ড সাদা মেঘের প্রতিছবি। সূর্যের কিরণে ঝলমলিয়ে ছোটো ছোটো ঊর্মি দোলে।
কত শত নাও মাঝির হাতে বইঠার টানে, হৃদয়ের গান গেয়ে ভেসে চলে।
এই বেলাভূমির ধূ-ধূ বালুচরে, ইট পাথরের ঘরে…
চোখের নোনাজলে,উদাস এই মন কেমন যেন করে।
সবুজ-শ্যমল প্রকৃতির ধ্যানে হারিয়ে যায় ততক্ষণে এতটুকু বিলম্ব না করে ছুটে চলি তোমার টানে
এই ছুটে চলা এই মগ্নতা, এই কি শুধু প্রেম?
নাকি সবুজ-শ্যামল বিমোহিত এক মায়া?
ও পাহাড়! তোমার মায়াজুড়ে আমার কায়া দোলে,
হৃদয় নিংড়ানো যত কষ্ট কথার গাঁথামালা নিলীন অনুভবে ঝরে পড়ে।