কর্ম খালি আছে; একুশে বইমেলা ২০২৫-এ কাজের সুযোগ!
পদের নাম: এক্সেকিউটিভ (ফিমেল)
বেতন ও সুবিধাদি: আলোচনা সাপেক্ষে।
বইয়ের গন্ধ, মেলা প্রাঙ্গণের উচ্ছ্বাস, আর জ্ঞানের আলো ছড়ানোর পরিবেশে কাজ করার সুযোগ দিচ্ছে প্রতিবিম্ব প্রকাশ। একুশে বইমেলা ২০২৫-এ আমাদের স্টলে যোগ দিন সেলস এক্সিকিউটিভ হিসেবে এবং বইপ্রেমীদের সাথে কাজের অনন্য অভিজ্ঞতা অর্জন করুন।
আপনার কাজ কী হবে?
• মেলায় আগত দর্শনার্থী ও ক্রেতাদের শুভেচ্ছা জানানো।
• বই সম্পর্কে প্রয়োজনীয় তথ্য দিয়ে তাদের বই কেনায় উৎসাহিত করা।
• বইমেলার আনন্দঘন পরিবেশে আমাদের প্রকাশনীর প্রতিনিধিত্ব করা।
আপনার যা থাকতে হবে:
• শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবেন।
• কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী।
• বয়স ২৫ বছরের মধ্যে।
• সাবলীলভাবে কথা বলার ক্ষমতা এবং আকর্ষণীয় প্রেজেন্টেশন স্কিল।
• বইমেলা ও বইয়ের প্রতি গভীর ভালোবাসা থাকলে আপনি অগ্রাধিকার পাবেন।
কাজের সময়:
বইমেলা চলাকালীন প্রতিদিন (বইমেলার সময় প্রযোজ্য হবে)।
আপনার প্রাপ্তি:
• আকর্ষণীয় বেতন (আলোচনা সাপেক্ষে)।
• প্রাণবন্ত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে কাজের সুযোগ।
• অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বইয়ের প্রতি ভালোবাসা ভাগ করে নেওয়ার সুযোগ।
আবেদন করার নিয়ম:
আগ্রহী প্রার্থীরা নাম, শিক্ষাগত যোগ্যতা, এবং যোগাযোগের তথ্যসহ সিভি পাঠান: ০১৭১৫৩৬৩০৭৯ (হোয়াটসআপ)
ইমেইল: khair.hrm@gmail.com; info@protibimboprokash.com
প্রতিবিম্ব প্রকাশ:
বাড়ি: ১১ (নিচ তলা), সড়ক: ০৩, সেক্টর: ০৬, উত্তরা, ঢাকা-১২৩০।
ফোন: ০১৭১৫৩৬৩০৭৯/০১৮২৬৩৯৫৫৪৯
ইমেইল: khair.hrm@gmail.com
ওয়েব: https://protibimboprokash.com
পেজ: https://www.facebook.com/protibimboprokash