নিয়তি করেছে মিনতি
-মাইন উদ্দিন
জেদ্দা-সৌদী আরব
১৩ ডিসেম্বর ২০২২ সাল
তোমার আকাশ জুড়ে তারার মেলা
আমার আকাশ জুড়ে মেঘের ভেলা
ভাবেনি এমন করে কভু ভেবে
আমার আকাশ যাবে মেঘে ঢেকে।
তুমি চাওনি বলেই
আমি ভিজেনি বর্ষার জলে
তবে কেন আজ আমায় ডুবালে
এক নদী চোখের জলে।
আমি চাইলাম করতে তোমায়
আমার আকাশের চন্দ মুখি
না! তুমি চাইলে জলসে দিতে
তাই হলে উত্তপ্ত শশী।
আমি চাইলাম হও তুমি
আমার মন বাগানের ফুটন্ত গোলাপ
না! তুমি চাইলে কাটার ন্যায় বিঁধতে আমায়
তাই করো অন্যের সনে হাস্যোজ্জল সদালাপ।
আমি চাইলাম হও তুমি
আমার যৌবনের অমৃত সুধা
না! তুমি চাইলে আমি তৃষ্ণায় মরি
তাই হলে কোটিপতির আলিশান অট্টালিকায় ফিদা।
তবুও আজ আফসোস নেই
নেই কোন অভিযোগ
যে সুখের উচ্ছ্বাস তোমায় করেছে মহারানী
তাই হোক তোমার সর্বভোগ।
নিয়তির বিধান যায় না খন্ডন
বলেছেন সর্ব জ্ঞানী
তোমার মায়ায় মমতা থাকুক
হয়ে থেকো সুরভিত ফুলদানি।
১ Comment
চলুক অনুভূতির স্পন্দন ছন্দে ছন্দে কবিতার চরন..