৫০১ বার পড়া হয়েছে
বৃষ্টির ছায়া ছবি মঞ্চস্থ:
বাংলাদেশের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শিরীন বকুলের নির্দেশনায় মনোজ মিত্রের নাটক বৃষ্টির ছায়াছবি মঞ্চস্থ হয় । ব্যাপক দর্শক সমাগম।
গত ০৬ নভেম্বর ২০২১ শনিবার সন্ধ্যা ৭ টায়, জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টার, নিউ ইয়র্কে উক্ত নাটকের উদ্বোধন করেন জামাল উদ্দিন হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নাট্যজন শামসুল আলম।
সু্রে, বেসুরে অনেক গান শুনেন। আজ একটু রুচি বদলানোর চেষ্টা করে দেখুন। ঘুরে আসুন জ্যামাইকা পারফরমিং সেন্টারে। শিরীন বকুলের নির্দেশনায় নতুন নাটক দেখুন এবং নিউ ইয়র্কে আরো নতুন নতুন নাটক প্রযোজনায় উৎসাহিত করুন।
সুস্থধারার সংস্কৃতির জয় হোক। জয় হোক নাটকের।
Rupa Khanom, NY / USA.