পল্লী কবি জসীম উদ্দীনের ‘নকশী কাঁথার’ মাঠ কাব্যগ্রন্থের রূপাই চরিত্রের আসল রূপা হলেন উনি। নকশী কাঁথার মাঠ কাব্যগ্রন্থে সাজু নামক যে নারী চরিত্র ছিলো, তিনিও ছিলেন বাস্তবের এক নারী। যার নাম ছিলো ললীতা। রূপা ললীতাকে খুব বেশি ভালবাসতো। ললীতা ছিলো রূপার পাশের গ্রাম মশাখালী’র বাসিন্দা। নানা কারনে রূপা আর ললীতার ভালবাসার পূর্ণতা পায়নি। পল্লী কবির “নকশী কাঁথার মাঠ” কাব্যের সাজু নামের ললীতা ২০০৭ সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন। আর ঠিক পরের বছর বার্ধক্যের কাছে পরাজিত হয়ে পৃৃথিবীর মায়া ত্যাগ করেন পল্লী কবির ”নকশী কাঁথার মাঠ” কাব্যের সেই কালো মানিক রূপা। রূপার পৈতৃিক নিবাস ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে।
১৭৭ বার পড়া হয়েছে