৮০ বার পড়া হয়েছে
ধান্ধা শুধু টাকা
জয়নাল আবেদীন
দিবা রাত্রি স্বপ্ন দেখেন
ফ্লাট কিনবেন ঢাকা
প্রশাসনে চাকরি করেন
ধান্ধা শুধু টাকা।
চেয়ারে বসে দৃষ্টি শুধু
মক্কেল যদি আসে
এমন ভাব দেখান তিনি
পায় না বেতন মাসে।
পয়সা ছাড়া হয়না কাজ
এমন দফতর আছে
পয়সা দিয়েও ঘুরতে হয়
সকাল সন্ধ্যা সাঁঝে।
দেখতে সুফি টুপি মাথায়
কলপ মাখা দাঁড়ি
ফাইলে সই করার আগে
দেখেন টাকার সাঁড়ি।