দৃঢ়তাই শক্তি
তসলিমা হাসান
যতোবার চাও ধ্বংসের দিকে ঠেলে দিতে
যতোই আগুনের তাপে দগ্ধ করো আমায়,
পারবে না কিছুতেই, পারবে না কেশাগ্র ছুঁতে আমার।
বারংবার আমি ফিনিক্স পাখির মতো জন্ম নেবো
ডানা,পালক, বাসা
সব কিছু থেকেই নতুনরূপে জন্ম নেবো।
অন্ধকারে ডুবে যাওয়া এই আমি
আলোর সাথে মিতালী আমার,
আলোয় আলোয় মাখামাখি,
আগুনের সাথে মিতালী আমার
আগুনেতে তাই থাকি নির্ভার।
যতই চাবুকের আঘাতে করো জর্জরিত
সে আঘাতে প্রলেপ পড়ে যাবে।
পারবে না কিছুতেই টলাতে
পিরামিডের মতো ঠায় দাঁড়িয়ে রইব,
একচুল ও নড়াতে পারবে না আমায়।
পারবে কি করে বলো!
ভেতরের মিথ্যে শক্তির জোড় কি করে পারে
এই দৃঢ় প্রত্যেয়ের মনোবলে আঘাত হানতে!
দৃঢ়তাই শক্তি, দৃঢ়তাই মনোবল আমার।
✑ কলমে- তসলিমা হাসান
কানাডা,২১-১১-২০২১