১৩৩ বার পড়া হয়েছে
দাদুর বাড়ি
(এম.আর.মনজু)
১৪.১২.২১
আমার দাদুর বাড়ি ভরা
ছিলো অনেক গাছে
গোয়াল ভরা গরু ছিলো
পুকুর ভরা মাছে।
সেই গাছেতে কোকিল,দোয়েল
নানান রকম পাখি
কুহুকুহু, শীষের সুরে
করতো ডাকা ডাকি।
আম, কাঁঠাল, জাম, পেয়ারা আর
ড্রাগন, মাল্টা,লিচু
পেঁকে পেঁকে ঝুলে ছিলো
লালচে হয়ে কিছু।
গজারি, শাল, সেগুন গাছে
বাড়ি ছিলো ভরা
আমার চাচায় বিক্রি করায়
দেশে হলো খরা।
খরার পরে বন্যা এলো
হয়নি ক্ষেতে ধান
চাচার মতো ভুল করে কেউ
আর এনো না বান।
১ Comment
congratulations.