২৪৫ বার পড়া হয়েছে
দাদীর ছাতা
শেখ শাহ্ জামাল আহমদ
দাদীর মাথায় ছাতি
খোঁজে সেথায় নাতি,
দিস না কেনো হাতি
মারবো তোরে লাথি।
গালি সহজ দাদীর
বালি হাতে নাতির।
মারবে ছুড়ে ছাতির
মিটবে জ্বালা দাদির।
দাদু করেন হায় হায়
ছাতি দাদুর মাথায়,
নাতি হেসে লাফায়
দাদী হাসেন চাপায়।
দাদীর চোখে চশমা
দাদীর ছাতা দিস মা।
দাদুর হাতে লাঠি,
করবে পরিপাটি।