তুমি আমার সেই প্রিয় জন
শামিমা আক্তার
জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি
নিজেকে ভালবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি
ভালোবাসা এমন, যা তৈরি হয় বিশ্বাস দিয়ে
তুমি আছো তুমি রবে
তোমাকে হারাতে আর চাই না
তুমি আছো অনুভবে।
তুমি আমার আলো
আলোতে নিজেকে খুঁজি বারবার
সেই সুর যা মাতিয়ে সুর লয়ে একাকার
তুমি আমার মিষ্টি রোদের আলো
সবুজ গালিচায় শোভাবর্ধনকারী
যত্ন করে তুলে রাখব সিংহাসনে
তুমি আমার অঙ্গীকারের আংটি
মন মাঝারে খুঁজে পেয়েছি তারে।
তুমি ছাড়া জীবন দিশেহারা
তোমার আগমনে সুখের হাওয়া বয়
তুমি আমার স্বপ্ন কুমার।
তুমি ছাড়া পৃথিবী সাজে না
দূর আকাশের তারা তুমি
তুমি ছাড়া সব শূন্য সব ফাঁকা
স্বপ্নের তরী হয়ে
ভেসে যাব তোমার তরে
তুমি আমার নয়নের মনি
আরাধনার ধন
তোমায় নিয়েই স্বপ্ন সাজাই সারাক্ষণ
তুমিই আমার সেই প্রিয় জন।