ঢেউয়ের জীবন
মাহাতাব উদ্দিন
আমি যখন সাগর পাড়ে বসে থাকি একা
ঢেউগুলো আছড়ে পড়ে দু’চোখ ভরে দেখা।
একবার যে যায় চলে তার হয় না কভু ফেরা
ঢেউয়ের জীবন বেদনা আর শুধুই স্মৃতি ভরা।
পাড়ের সাথে মাটির বাঁকে ঢেউরা করে খেলা
অপলক দৃষ্টে চেয়ে চেয়ে কেটে গেল বেলা।
ঢেউ বলে কেউ নেয় না খবর জীবম্মৃতের দাম
সৃষ্টেই পিষ্ট গড়াগড়ি তাই ঢেউ হল তার নাম।
সাগর জলের গভীর তলে ইলিশ মাছের ঝাঁক
সূর্যালোকে ঢেউয়ের নাচে খোঁজে জলের ফাঁক।
ঢেউয়ের তলে জট পাকিয়ে লক্ষ্য মাছের পোনা
গাঙচিন আর তিমির দলে দেয় যে সেথায় হানা।
দূরন্ত সব মাছ শিকারী ওই ঢেউয়ের বাঁকে বাঁকে
মাছের নেশায় নিজের পেশায় ঘাপটি মেরে থাকে।
রাঙাসাজে নাও সাজিয়ে সওদাগরের বেশে
ঢেউ কাটিয়ে গুন গুনিয়ে ছুটছে যে দুর দেশে।
ঢেউয়ের পরে ঢেউ ছুটছে বায়ুর অনূকুলে
সাগর বুকে সুখের নাচন উর্মিদোলায় দোলে।
পাল তুলে ওই পানসি নায়ে নওশা নবীন বরে
আনন্দে উল্লাসে মাতে যেতে নব বধূর ঘরে।
ইচ্ছে করে এই সাগর পাড়ে বেঁধে রাখি মন
সাগর পাড়েই কাটিয়ে দেই সারাটা জীবন।।