ঠিক মিলে যাবে
শিরীনা ইয়াসমিন
আমি ভালোবাসি সাহিত্য আসর, কবিতাকে,
যখন কোনো আবৃত্তি শুনি ওটাতে ডুবে যেতে ভালোবাসি।
মাছ বাজারে চিৎকার, চেচামেচি বাজারের বৈশিষ্ট্য, কবিতার নান্দনিক উপস্থাপন সাহিত্য আড্ডার প্রাণ।
আমি ভালোবাসি গ্রাম, ভালোবাসি বাংলার হলুদের গীত থেকে শাস্ত্রীয় সঙ্গীত;
সঙ্গীত সন্ধ্যায় বাহুল্য আলাপ মৃত্যুসম, সঙ্গীত শ্রবণ আমার কাছে প্রার্থনাসম।
কবিতার আসরে এলোমেলো কথোপকথন আমায় আহত করে।
ইচ্ছে হয় অশ্বত্থের নীচে বসে বাউল গান শুনি।
যাদের কাছে সংগীত এক পুণ্য সাধনা।
ভালোবাসি মঞ্চ, গান, কবিতা অথচ, অথচ কিছুই আর দেখা হয় না, শোনা হয় না।
এভাবেই একলা হতে একলা হচ্ছি প্রতিনিয়ত।
এখনো স্বপ্নে আসে রাধা- কৃষ্ণের পালার সেই লাইনটা,
‘এসো সুন্দর রূপ আমি কি করে পেলাম’।
আমি একেবারে মিশে যেতে চাই শিকড়ের সাথে।
যেখানে আমাদের পূর্ব পুরুষেরা ঘুমায়,
যেখানে হাছন রাজা, লালনের সুর মিশে আছে বাতাসে,
যেখানে জীবনানন্দের স্বপ্নের ভাবনা হাওয়ায় ভাসে।
‘একটি কবিতা পড়া হবে’ নির্মলেন্দু গুণের কবিতার জন্য অতি গোপনে মঞ্চ গড়ি;
শ্রোতা হবে মাছরাঙা, পানকৌড়ি,সোনালি ডানার চিল, শালিক, দোয়েল।
আমি স্বপ্ন দেখি একটি সুন্দর কবিতা আসরের,
স্বপ্ন দেখি সঙ্গীতের প্রার্থনালয়ের
ঠিক মিলে যাবে একদিন,
মিলবেই একদিন।
১ Comment
ভীষণ মুগ্ধতা ছেয়ে