ছুঁয়ে দেবো অধরা অতল
ইভা আলমাস
খুব ইচ্ছে হয়
একবার তোমাকে ছুঁয়ে দেবো।
ঝুম বৃষ্টিতে ভিজে এক’শা হই
বেলোয়ারি চুড়িতে বর্ষালী সুর
হাঁটুজলে ডুব সাঁতার খেলি খেলাচ্ছলে
তোমাকে ছুঁয়ে দেবার অভিনয় করি।
তুমি শুধু আড়ালে থাকো।
আলোতে মুখ লুকাও।
জানো নিশ্চয়ই, অবগাহন ছাড়া সমুদ্রের অতল ছোঁয়া যায়না
ডুবতে চাই,তোমাতে ভিষণ রকম ডুবতে চাই
ডুবে ডুবে তোমার অধরা অতল ছুঁয়ে দেখতে চাই।
সমুদ্র হও, আমাকে ভাসিয়ে দাও তোমার জোয়ারের স্রোতে
আমি ভেসে যেতে যেতে আলগোছে তোমায় ছুঁয়ে যাবো,
রেখে যাবো তোমার শরীরে আমার ইচ্ছের বদ্বীপ;
নয়তো কৃষ্ণ চাঁদ হও
গহবরে ডুবে যাব আমি
অন্ধকারে ঠাঁই খুঁজতে গিয়ে অন্তত একবার তোমাকে ছুঁয়ে দিবো…
২১/৬/২০২১
উত্তরা।