ছবি ফ্রেমে সমরেশ
কবি সুরমা খন্দকার
ক্ষতি হলো আকাশের
কাঁদছে প্রকৃতি,
বিলাপে ফুল, পাখি, নদী
বৃষ্টির চোখে জল
পাহাড়, চা বাগান, জলপাইগুড়ির কান্নার ঢল
তোমার চলে যাওয়ার পর- অনর্গল…
ভালোবাসা ক্ষণিকের নয়, অনন্তের
তুমি অথবা তোমাদের
কালের সাক্ষী হয়ে রইল ‘উত্তরাধিকার’
অবসন্ন হৃদয় গল্পচ্ছলে কবিতা লিখবে না আর…
অসমাপ্ত কথার মতো আজীবন রবে জন্মান্তর
রাজনীতির জটিল আবর্ত বুঝিয়ে দিলে
দাহ্য বস্তুর কোন সৃষ্টিশীল ক্ষমতা নেই প্রকারন্তর
শুভ সময়ের ডাক দিলো অশুভ ‘কালবেলা’
এ আক ছেলেখেলা…
সহস্র বছর ধরে কয়েকশো বছর কেটে যাবে-
‘কাল পুরুষ’
‘দীপাবলি’রা সংগ্রাম করতে শিখে গেছে একাকী
আরেকটু বাকী,
বাকী বুরুশে বেণী টানা হুঁশ
ছেড়ে যায়নি মাধবীলতাকে অনিমেষ
শুধু তুমিই নিঃশব্দে চলে গেলে- “সমরেশ”?