চিরকুট ও নাকছাবি
সাঈদা আজিজ চৌধুরী
চিরকুটে লিখে দিলে ভালোবাসার নিবিড় বাণী
নিগুঢ় পাশা খেলায় দিনের পর রাত
বেহিসেবী সময়ের পালকে উড়তে থাকা জীবন
তারপর অস্তাচলের ময়ূখে চুম্বন তুলে
অনাকাঙ্খিত প্রস্থান অকস্মাৎ।
বৈশাখী ঝঞ্ঝা রোরুদ্যমান কবরী
সপ্তমুখী জবা ধূলোয় লুটায়
শেষ চুম্বনটুকুর স্পর্শ চুলে চিবুকে সর্বত্র
প্রাণপণে আঁকড়ে থাকা বাহু শিথিল হলেও
চাঁদির অক্ষরে সিলমোহর হৃদয়ের চতুষ্কোণে
আপন ঐশ্বর্যে প্রজ্জ্বলিত নক্ষত্র
সবটুকু দায় বহন করে চলেছি।
হীরেবিন্দু অনিন্দ্য নাকছাবি হৃদয়ের স্বাক্ষর
কারা যেন নাকছাবি সানন্দে খুলে
আমৃত্যু বিরহ-তিলক এঁকে দিল সর্বাঙ্গে
সযত্নে তোলা আছে চুম্বনযুক্ত নাকছাবি।
বোধ আর নির্বোধের সীমানায় সূক্ষ্ম অদৃশ্য প্রাচীর
ব্যারিকেড অতিক্রমে মৃত্যুবরণ বিপুল সময়।
খণ্ড খণ্ড অন্ধকার ঘিরে ক্ষুদ্র ক্ষুদ্র আলোকবিন্দু
বুকের ‘পর আছড়ে পড়া উদ্দাম সিন্ধু
অন্তর্লীন আগুন প্রলয় ও সৃজন
সদ্যফোটা প্রভাতী ফুল রেখে দিলাম সীমান্ত বরাবর।
স্বত্ব সংরক্ষিত
২৫/৯/২০২৩