প্রেমের কবিতা। মারিয়া রিমা।
“তোমারও কি সামারে বৃষ্টি পড়ে”
আমাকে তুলে তুলে
ভেঙে ভেঙে ফেলে দিওনা
এই ফেলে থাকা আমি
দুপায়ে ভর করে দাঁড়াইনা দেখো
দেয়ালের গায়ে ঠেস দিয়ে
দেয়াল ধরে হাঁটছি
টেবিলের উপর উপুর হয়ে
ডিভানের উপর চিত হয়ে
কতরকম শুয়ে থাকা যায়
যত দূরে তুমি থাকতে পারো
এখানে আকাশ মেঘলা
মনের সঙ্গে একাত্ম হয়ে
তোমারও কি সামারে বৃষ্টি পড়ে?
“আমরা যদি প্রেমে পড়ি”
আমরা যদি প্রেমে পড়ি
এই নিয়ে কথা হইতেছে
আমি বলি, তুমি প্রেমে পড়বা?
সে বলে, মেবি
সে বলে, তোমার ঠোঁটে কিস করতে দিবা?
আমি বলি, আই ইমাজিন
আমাদের দেখা হবে একদিন।
“তোমাকে পড়ি”
আমি তোমাকে পড়ি
আমার মন বলছে, আমি তোমাকে ভালোবাসি
তোমাকে চিনি না আমি
তোমাকে মুগ্ধ হয়ে পড়েছি, লুকিয়ে ফলো করেছি
বলার সাহস হয়নি
আজ বলছি, যদি সম্ভব হয়;
আমাকে তুমি বিয়ে করতে পারো?
তোমার সকল স্বাধীনতা তোমার
আমি শুধু একটা ছেলে সন্তান চাইব তোমার কাছে
আর কোন চাওয়া নেই।
আমি গবেষণার কাজে ব্যস্ত থাকি
আমার এক্স ওয়াইফ হয়ত সেজন্যই চলে গেল
ঘরে ফিরে আমি রান্না করি
ড্রিঙ্ক করছি এখন
আসলে প্রতিরাতে ঘরে ফিরে ড্রিঙ্ক করি
তোমাকে মনে করি
ঘুমিয়ে পড়ি
মধ্যরাতে ঘুম ভাঙলে তোমাকে মনে করি
সকালে বেরিয়ে পড়ি
এই আমার রোজকার রুটিন।
তুমি কি আমার আকুলতায় সাঁই দেবে প্লিজ?
“অপেক্ষা”
আমার অপেক্ষা করার কথা
তুমি নক দিবে, হাই!
আমি ঘটি-বাটি-ঘর ছেড়ে দৌড়াব
বসে পড়ব
বলব, কই ছিলে তুমি?
তুমি নরম সুরে বলবে, মিস করছিলে?
আমি খুব করে বলব,
আমি অপেক্ষায় ছিলাম
তুমি আসো নি