১১৬ বার পড়া হয়েছে
গুরুত্ব
জান্নাতুল মেহেকা মুন্নি
আচ্ছা আবার যদি দাঙ্গা বাঁধতো,
ইংরেজরা এদেশ শাসন করতো।
শেখ মুজিবের মত এমন নেতা,
এ বাঙালির যদি আবার প্রয়োজন হতো।
তবে কি নিন্দা করা বাঙালিগুলো
জাতির পিতার মর্ম বুঝতো?
সত্যিই যদি যুদ্ধ হতো,
হারিয়ে যাওয়া ঐক্য ফিরিয়ে আনতে।
বঙ্গবন্ধুর
এবারের সংগ্রাম,স্বাধীনতার সংগ্রাম,
এবারের সংগ্রাম ,মুক্তির সংগ্রাম।
তেজে ভরা সেই মহান ভাষণ প্রয়োজন হতো।
আচ্ছা নিন্দা করা মানুষগুলো কি
বঙ্গবন্ধুর গুরুত্ব বুঝতো ?
যুদ্ধ করার উৎসাহ দেওয়ায় কারো নামে যদি মামলা হতো,
ইংরেজদের কারাগারে যদি
কাউকে যাবজ্জীবন থাকা লাগতো।
তখন যদি স্বার্থপর এই বাঙালি জাতি ,
স্বার্থের টানে পালিয়ে যেত।
আচ্ছা নিন্দা করা মানুষগুলো কি তখন
বঙ্গবন্ধুর গুরুত্ব বুঝতো ?
তবে সত্যিই যদি বুঝতে পারে,
আবার বরং দাঙ্গা বাধুক।
ইংরেজরা নতুন করে এদেশ আবার শাসন করুক,
যুদ্ধটা কে পরিচালনা করার
এমন নেতার অভাব পড়ুক।
কারো নামে মামলা হলে সবাই বরং স্বার্থ খুঁজুক,
তাওতো এটলিস্ট দেশপ্রেমকে লালন করে।
শাস্তি স্বরূপ সপরিবারে শহীদ হওয়া,
এমন একজন বীরাঙ্গনা বীরের কথা,
এই বাংলা স্মরণ করুক।
১ Comment
congratulations