স্বাধীনতার ছোঁয়া
কামরুন নাহার
স্বাধীনতা,
স্বাধীনতা
১৯৭১ সালের ২৬ শে মার্চ সেই মুক্তির দিশা
পেলাম আমরা মানুষ নামের বাঙালি।
তিরিশ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেলাম স্বাধীনতা,
কত ভাইয়ের, কত বোনের শত শত শহীদের রক্তে আছে এই স্বাধীনতা।
মুক্তির দেশে নিজেকে তৈরি করো তোমরা জেগে উঠো,
জাগ্রত ভাইয়েরা তাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি
জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় সোনার বাংলাদেশ
সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ চিরসবুজের দেশ।
তাই স্বাধীনতার এই ছোঁয়ায় সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলে আমরা নিজেকে
নিয়োজিত করব এবং নির্ভরশীলতায় উন্নত জীবনের স্বপ্নদর্শন এ বাংলাদেশকে উন্নত মেধা ও
মননশীল করে গড়ে তুলবো।
একুশের চেতনা
একুশ মানে অ আ
একুশ মানে বাংলা বর্ণমালা।
একুশ মানে চেতনা
একুশ মানে মাথা নত না করা।
একুশ মানে বাংলা ভাষায় কথা বলা
একুশ মানে দেশের প্রতি মমত্ববোধ।
একুশ মানে দেশের স্বাধীনতার শীতল ছায়া
একুশ মানে বায়ান্নর ভাষা আন্দোলন।
একুশ মানে রক্তে ভেজা সেই উচ্ছ্বাস
একুশ মানে শহীদ ভাইদের সম্মাননা।
কামরুন নাহার
প্রধান শিক্ষক, মানিকগঞ্জ সদর
২ Comments
অসাধারঢ
very good response.