কষ্ট
তসলিমা হাসান
যেদিন মিথ্যে বলে আমাকে ছুঁড়ে ফেলা হয়েছিল,
সেদিন আমি কিছুই বলিনি।
হ্যাঁ, কিছুই বলিনি।
ঝাপসা চোখে নীরবে ছেড়ে এসেছিলাম চেনা গলি।
চেনা গলির শেষ প্রান্তে কেউ আমাকে বিদায় জানাতে আসেনি।
বাঁধ ভাঙা কান্নার ঢেউগুলোকে বাঁধা দিতে কেউ আসেনি।
আমি কিছুই বলিনি।
এখনও মাঝে মাঝেই ঘুরে আসি পুরনো সেই চেনা গলি।
পুরনো পথ, পুরনো শপথ
পুরনো কথা, পুরনো স্মৃতি
কখনোবা অজান্তেই এক চিলতে হাসি ফুটে উঠে ঠোঁটে
কখনো বেহায়া চোখ মানে না বারণ, ভাসিয়ে দেয় কাজল।
ভাবি, সত্যিই কি সবটা মিথ্যে ছিল?
নাকি পুরোটাই ছিল কেবল অভিনয়?
দ্বিধান্বিত আমি যন্ত্রণায় ছটফট করতে করতে ভাবি,
ইতিহাসের পুনরাবৃত্তি হয়, তবে ভালোবাসার নয় কেন?
যে মঞ্চে হেঁটেছি বারংবার, সেখানে আমি তো শিখিনি অভিনয়!
অন্ততঃ ভুলে যেতে তো পারতাম!
মানুষ ভালোবাসা ভুলে যায়, আমি অভিনয় ভুলতে পারিনা।
যে পুরনো গলিতে শ্যাঁওলা পড়ছে রোজ,
যে গলিতে আমি ছাড়া কেউ দেয় না উঁকি,
কেবল আমি ঘুরি হামেশা, যন্ত্রণা কুড়াতে একা!
কষ্ট কিনে ফিরি রোজ,
ভালোবাসা ফিরিয়ে দিতে পাই না কারো দেখা।
___________
কানাডা,০৬-০১-২০২২
১ Comment
কি নির্মম সত্য। অসাধারণ । ধন্যবাদ।