বানভাসির আকুতি
আফজাল হোসাইন মিয়াজী
কলকল রব তুলে নদীর
আছড়ে পড়ে ঢেউ,
চলছে তারি ভাঙ্গন খেলা
চারপাশে নাই কেউ।
ঘর বাড়ী সব ভেঙ্গে চুরে
করছে মেচাকার,
বাগান বাড়ী সবকিছুকে
ভেঙ্গে একাকার।
মাথার উপর শূণ্য আকাশ
ভরা অথই জল,
গাছ আমার আশ্রয় এখন
চোখে পানির ঢল।
এমন জীবন হয় না যেনো
অন্য কারো আর,
ভাঙ্গা গড়ার খেলায় মজি
জীবন হাহাকার!
কোথা আছো দেশপ্রেমীরা
হাত বাড়িয়ে দাও,
মাথা গোঁজার ঠাঁই দিয়ে;
আশ্রয়ে নিয়ে যাও।
অধিকার
আফজাল হোসাইন মিয়াজী
.
দেশটাকে আজ খামছে ধরছে
নীলশকুনের দল,
জনগণকে নিয়ে করে দেদার
নোংরামো এক ছল।
উপেক্ষিত শক্তি যারা
চল এগিয়ে চল,
লাথি মেরে দেয় ভেঙে দেয়
মানুষ মারার কল।
.
অধিকারটা ফিরে পেলে
দুঃখ হবে দূর,
বাজবে তখন চতুর্দিকে
বিজয় বীণার সুর।
.
লুটেপুটে খাচ্ছে যারা
তাদের তবে তাড়া,
অধিকারের মন্ত্র নিয়ে
রুখে এবার দাঁড়া।
.
ঘুমের ঘোরে থাকলে পরে
দেখবি সবই শেষ,
এই সমাজে থাকবে তখন
জুলুমবাজির রেশ।
.
বাঁচবি যখন শির উঁচিয়ে
বীরের মতো বাঁচ,
জালিম তখতে দেয় লাগিয়ে
দাবানলের আঁচ।
.
প্রতিরোধে মুক্তি মিলে
খুলে স্বপ্নের দ্বার,
নাও তুলে নাও নিজের কাঁধে
এই সমাজের ভার