সুধী
পশ্চিমবঙ্গের বিখ্যাত সাহিত্যপত্র উৎপল ভট্টাচার্য প্রতিষ্ঠিত ‘কবিতীর্থ’ কবি রেজাউদ্দিন স্টালিন মূল্যায়ন সংখ্যা প্রকাশ করেছে। প্রকাশনী সংস্থা ‘প্রতিবিম্ব প্রকাশ’ ও মনন সাহিত্য পরিষদের উদ্যোগে আগামী ২৩শে ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার বিকাল ৫টায় কাঁটাবনমোড়, নিউ এলিফ্যান্ট রোডস্থ কবিতা ক্যাফে মিলনায়তনে ‘কবিতীর্থ’ সাহিত্যপত্রের প্রকাশ অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে বর্তমান কবিতীর্থ সম্পাদক অমল কুমার মন্ডল কথা বলবেন। উপস্থিত থাকবেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাহিত্যজন। আপনার সবান্ধব উপস্থিতি আশা করি।
বিনীত,
আবুল খায়ের
কবি ও কলামিস্ট
প্রকাশক: প্রতিবিম্ব প্রকাশ
সম্পাদক: কালের প্রতিবিম্ব (ম্যাগাজিনে)
ও
খালিদা তালুকদার
কথাশিল্পী ও মনন সাহিত্য পরিষদের সম্পাদক
৫ Comments
শুভকামনা রইলো ?
অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রিয় কবির কবিতা পাঠের আগ্রহ প্রকাশ করছি৷
Мои искренние поздравления, дорогой друг!
Fantastic, good luck. Greetings from Catamarca Argentina. Excellent poetic production from Bangladesh. Successes Rezauddin Stalin.
Congratulations