৭৫ বার পড়া হয়েছে
কত দূর আছো জানি না
রাহনামা শাব্বির চৌধুরী
কতদূর আছ জানি না
তবু কেন এত কাছে মনে হয়
আকাশের সীমানা ভেঙে
পৃথিবীর বুকে কি আসতে পারো?
ধূসর পৃথিবীর মায়াময় রং বনে
বসবো দুজনে
নিরব আঁধার ছিড়ে
মালা গেঁথে গেঁথে কইবো কথা
যার যে ইচ্ছে বলুক
সুহাস্য বদনে।
গন্ডির রেখাপাত ধুয়ে মুছে যাক
ছিঁড়ে ফেলে দিতে চাই
পুরনো যত বন্ধন
নতুন সাজে সাজাবো
আমাদের প্রিয় ঘর।
ঘামঝরা মৌন মিছিলের আদলে
জোয়ারের টানে,
ফুঁসবে নদী, মেঘ ঢেকে দিবে চাঁদ
বসুধার তটে একাকী দাঁড়িয়ে।
আমি আছি তুমি কি আসবে
অন্ধকারছন্ন অমাবস্যা পেরিয়ে
শুধু আমারই কাছে।