এসো আলোর পথে
সাহানা চৌধুরী,
এসো আলোর পথে খুজে নেই আলোকিত
রাত পবিত্র শবেকদরকে, বিজোড় সংখ্যায়
খুজবো সকল মুসলিম জাহানের মুসলিম
ভাই বোনেরা, রমজানের একুশ, তেইশ
পচিঁশ ও সাতাশের রাতে।
দু’হাত তুলি হে রহিম রহমান তোমার দরবারে
আজ নাজাৎ করো হে রাব্বুল আলামীন।
এই জগতে হয়েছে কতো ভুল মোদের
দু ‘হাত পেতে রহমতের আশায় হে মোর
আল্লাহ ক্ষমা করো তোমার বেভুল বান্দাকে।
হে আল্লাহ রক্ষা করুন মহামারীর করোনা
থেকে মানব কূলকে, রক্ষা করুন মানুষে মানুষে হানাহানি থেকে,
শীতল করুন দাম্ভিক ও
ক্ষমতার অপব্যবহার কারী মানুষদের,
রহমতের ছায়া দান করুন পৃথিবীর বুকে।
হে আল্লাহ পৃথিবীর বুকে সকল জরা, ক্ষুধা
নিবারণ করুন,অসহায়য়কে সাহায্য করুন,
অসুস্থকে সুস্থ করুন, যারা এই পৃথিবী ছেড়ে
বিদায় নিয়েছেন তাহাদের বেহেশত নসীন করুন,
আমাদের হৃদয় কে পাপমুক্ত করুন।
হে রহমানুর রাহিম আমাদের আমলের সাথে
এই পৃথিবীতে বাস করার তৌফিক দান করুন,
সদা সত্য কথা ও সৎ পথে চলতে সাহায্য করুন,
আমাদের সৎ পথে উপার্জন করার মতো তৌফিক
দান করুন, আমলের সাথে মৃতুদান করুন, আমীন।
মির্জা সহিদ পুর
ওসমানী নগর
সিলেট, 24.04.2022
১ Comment
good poems; congratulations