একটি চায়ের কাপের গল্প
শাহানা জেসমিন
অ্যাওরটিক ভাল্ব যেদিন প্রতিস্থাপন করা হলো তোমার বুকে
সেদিন আবারও ভালোবাসা প্রতিস্থাপিত হলো
অথচ দেখো বৈশ্বিক দুর্ভিক্ষে বিশ্বমানব সভ্যতার
অর্ধেক অংশ মুছে যাবে, পাঁচশ কোটি মানুষের মৃত্যুর হুমকি!
যেখানে খাদ্যের নিরাপত্তা নেই
ভালোবাসার নিরাপত্তা কিভাবে হবে?
প্রীতিপূর্ণ আদান প্রদানও লোপ পাবে।
স্থাবর অস্থাবর সম্পত্তির সঙ্গে ভালোবাসাও ক্রোক হবে
একসঙ্গে থাকা ক্লোজ আপ সম্পর্কও ক্লোন হবে
শষ্যধ্বংশকারী দুর্গন্ধ যুক্ত কীট এখন বোধের শরীরে!
কালের জঠর থেকে বেড়িয়ে আসবে কী সোনালি সারস!
উড়বে কী আনন্দে!
যেভাবে প্রতিটি ভোর ফিরে আসে গভীর রাত ফুরালে।
টং চায়ের দোকানে বসে চা খাওয়া হতো দুজনের কত
হসপিটালের কেন্টিনের চায়ের কাপে চুমুক দেই একা
কী আশ্চর্য!
চায়ের কাপে দেখি বিশাল চা বাগান, নিখিল রবিদাসের মা চা বাগানে,
সে চা পাতা ভর্তা করে ভাত খাচ্ছে,
ভাত গুলো পাখি হয়ে উড়ে গেলো নিমিষেই!
আর আমারও চা খাওয়া হলো না
চায়ের কাপ আমার চিকন ঠোঁট কামড়ে ধরলো।