একটা গল্প ছিল
অপরাজিতা
পৃথিবীর বয়স অনুপাতে প্রতিটি মানুষের রুহু বয়োজ্যেষ্ঠ
আজ তাই যে সকল মানব,
মানবী জন্ম নিচ্ছেন তারা সকলই
তিক্ষনো জ্ঞানের অধিকারি অর্থাৎ শিশুকাল থেকেই বোঝে বেশি,
যা কিছুকাল আগেও মানুষের মধ্যে ছিল না।
তবে চিরকালই কিছু মানস সহজ সরল হয়
তাদের সরলতা কে পুঁজি বানিয়ে কেউকেউ কেউকেটা হয়ে
স্বার্থ হাসিলের চেষ্টায় গলাটিপে খুন করে সহজ সরলতা কে
তবু এ প্রকৃতি নিরব থাকে তখন।
আমি নীরব থাকি না, যে বিশ্বাসটুকু নিলমে উঠায় বিক্রি করে
আমি তাকে বিবেকের আইনে আবাধ্য করি
কারন কবিতা নিলমে উঠানো যাই না,
কবি বিক্রি হয় না
তোমরা জানো না?কবি যেমন সহজ ঠিক তেমন কঠোর হয়
একটা গল্প বলি শোন-
যাকে ভালোবেসে আমি নিস্য হয়েছিলাম
সে আমাকে কোনদিন একমুঠো ভাত দেয়নি খেতে
একটা কাপড়ও পরিধান করতে দেয়নি কোন কাপড়
অথচ আমার শরীর থেকে কাপড় ছিড়ে ফেলেছে,
আমার ভাতের থালাটা লাথি মেরে উড়িয়ে দিয়েছে
চুলের মুঠো ধরে ঘর থেকে বের করে দিয়েছে
আমি তবু মুগ্ধ হয়ে তাকে দেখেছি!
কী আশ্চার্য!
এ পৃথিবীর সেই একমাত্র প্রিয় মানুষ আমার
আমার স্বপ্নলোকে মানস দেবতা
যাকে পুজিতেই জনম আমার।
জানো একবার কি হয়েছিল?
সে আমার পায়ে চুম্বন করে বলেছিল,তোমাকে না পেলে কোনদিন বুঝতাম না ভালোবাসা কাকে বলে
আমার মানব জীবন ধন্য হয়েছে শুধু তোমারই জন্য।
অথচ সে আমাকে হাসতেহাসতে খুন করতে চেয়েছিল
বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে চেয়েছিল
পারেনি আমাকে শেষ করতে
বরং সে আজ নিজেই শেষ হয়েগেছে।
ভালোবাসাকে যারা অপমান করে মানবের কলব নিয়ে
যারা খেলা করে তারা কোনদিন মাথা উঁচু করে বাঁচতে পারে না,
এ পৃথিবী তাকে কঠিন শাস্তি দেয়
তাই সে আজ পাগল ভুলে গেছে তার নিজের নামাটিও।
অথচ আমি কবি, আমার কবিতা তার জন্যই
কতশত পুরস্কার আমার কবিতার জন্য
অথচ বুকের কোণে সেই কষ্টটা রোজ কুরে কুরে খাই
ভালোবাসার মানুষের কষ্ট দেখা যায় না।
বিশ্বাস করো আমি চাইনি এমন পরিনাম
সে এখন রাস্তায় রাস্তায় ঘোরে, ফেলে দেয়া খাবার কুড়িয়ে খায়,
আমি তাকে যত্ন করে ঘরে আনি, সে পালিয়ে যায়
বিষ্বাস করো আমি তাকে নিয়ে সংসার করতে চাই।
একটা সংসার, একটা সন্তান, আমি মা হতে চাই
হে পরোওয়ারদিগার আমার এ চাওয়াটা কি খুব বেশি হলো?
আমি শুধু তাকেই চাই যে আমায় নিরুপমা বলতো,
তোমার কাছে এ আমার মিনতি প্রভু।
১ Comment
good poetry; congratulations