উপহাস
মারজিয়া পপি
আমার কবিতার ঝুড়ি নিয়ে গিয়েছিলাম
তোমাদের কোলাহল মুখর আড্ডায়।
তোমরা করেছ আমায় হাসির পাত্র,
দিয়েছ পাগল উপাধি।
হাসি মুখে ভালোবেসে বরণ করে নিলাম তাই।
পাগলরাই পৃথিবীর সবচেয়ে সুখি মানব,
কোন কিছু হারাবার ভয় বা শঙ্কা নেই মনে।
একান্ত ভাবনায় ডুবে থেকে
বির বির করে হেঁটে চলি।
আমার মনের এলোমেলো ভাবনাগুলো
কবিতার রূপে সাজাতে গিয়ে হয়েছি পাগল,
হয়েছি উপহাসের পাত্র ৷
তবুও ভালোবাসি আমার অবচেতন মনের
এলোমেলো ভাবনায় সৃষ্টি কবিতাগুলো।
আমার সৃষ্টি কবিতার টুকরো টুকরো শব্দগুলো
বুকে লালন করে, মন হয় আন্দোলিত।
একান্তে নিজস্ব ভাবনায় হারিয়ে
মন সুখ খুঁজে, স্বীয় পৃথিবীতে।
স্বীয় ভুবনে আমি-ই আমার সৃষ্টিকে প্রতিনিয়ত
নিজের মতো সাজিয়ে আনন্দে মেতে উঠি ৷
ভালো লাগায় স্বীয় পৃথিবীতে,
একাই বিচরণ করি এলোমেলো ভাবনাদের সাথে।
১ Comment
congratulations.