ঈদের আনন্দ
রাবেয়া আহমেদ চামিলি
ঈদ মোবারক ঈদ মোবারক।
ঈদ মানে আনন্দ আশা,
এখানে নেই কোন নিরাশা
সবার মাঝে জন্মে বিশ্বাস ও ভালোবাসা।
সবাই সবাইকে জানাচ্ছে ফুলেল শুভেচ্ছা।
আনন্দের ধারার বহিঃপ্রকাশ
যেন করছে সারা বিশ্ব।
প্রজাপতির মত আনন্দে ঘুরে বেড়ায়
মনুষ্য জাতি।
কষ্টের সাধনার পর
তাইতো মানুষ করছে আনন্দে
মাতামাতি।
থামছে না মানুষের চলার গতি।
মনে ঠাঁই দিচ্ছে এক শান্তির স্বস্তি।
আনন্দ সুখের ধারায় বসছে মেলা
সময়টা পার করছে সুখের ভেলায়।
সময়টা চলে যায় বেলায় বেলায়।
এখানে নেই কোন ছোট বড় ভেদাভেদ,
সবাই সবাইকে প্রকাশ করছে
ভালোবাসার এক মিলন মেলা।
আনন্দের যত বিগত স্মৃতি মনকে দোলায়।
আজি আকাশে বাতাসে তাই আনন্দে
উদ্ভাসিত হচ্ছে খুশির খেলা।
মেতেছে মানুষ, তাই পার করছে
সারাদিন হাসিখুশিতে পথ চলা।
আজ খুশির ঈদ আজ খুশির ঈদ।