কবি কাকলী কর ঝুমা’র দুইটি কবিতা:
১) একটি চিরকুট
টেবিলে তোমার লেখা চিরকুট পেলাম
লিখেছো, “বড় ভালোবাসি তোমায়”
আমার মেঘের পৃথিবীর ক্লান্তিগুলো
হাওয়ার তোড়ে উড়ে গেল
নীল প্রজাপতি হয়ে।
মনের গহীনে জোসনার ঢল!
অশ্বথ গাছের মতোন ডাল-পালা ছড়িয়ে
তোমায় ভালোবেসেছি, তেত্রিশ বছরের আকাঙ্খিত কথাটি
আজ প্রথমবার শুনলাম।
একটিবার এসে ছুঁয়ে দেখে যাও
কতোটা নিবিড়ভাবে তুমিময়
এই আমি।
২) অভিমানের ঝড়োমেঘ
নিথর চোখের চাহনিতে গলে পড়ছে অভিমান
মনটা যেন মেহেদি পাতার রঙে রাঙা
বাইরে থেকে তাজা সবুজ
ভেতরটা গাঢ় খয়েরি জমাট বাঁধা
রক্তকণিকা!
পাথর চোখে ক্ষয়ে যাওয়া শ্রাবণ ঝড়োমেঘ
অহর্নিশ বজ্রপাত ধ্বনি মনের অন্তরালে,
অতলান্তিক অভিমান জলে পুষে রাখা নাবিক
হতে পারে কোন এক গৃহত্যাগী সন্ন্যাসী
সৌম্য বনভূমির গভীর অরণ্যে বৃক্ষহীন তুমি
ভালোবেসে কে কবে বৃক্ষহীন হয়েছিল?
এসো, ঝড়ের দাপট ভেঙে
উত্তাল অভিমান সরিয়ে বৃন্দাবন গড়ি
প্রেমের দর্পণে লিখি ভালোবাসার নব আখ্যান।
_______________
কাকলী কর ঝুমা
করপাস কৃষ্টি , টেক্সাস
২ Comments
ভীষন সুন্দর
চমৎকার লিখেছেন ঝুমা’দি ! কবিতা দুটি পড়ে খুব ই ভাল লেগেছে । অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা এবং অফুরান ভালবাসা দিদি আপনার জন্য !!!