২৩২ বার পড়া হয়েছে
আমি কবি নই
লাভলী হোম
আমি কবি নই
আমি জল ভরা মেঘ
আমি ভিনদেশী হাওয়ায়
ভেসে আসা বৃষ্টি।
আমি কবি নই
আমি বাকহীন বধির মুখ যেন
হাজার কথা জমা আমার হৃদয়ে।
আমি কবি নই
আমার কলম লেখে শত যুদ্ধের কথা
ক্লান্ত হয়ে বসে পড়ে তবু লেখে।
আমি কবি নই
আমার ছোট্ট মগজে হাজার প্রশ্ন
বের হয়ে আসে মাঝে মাঝে অনুমতিহীন।
পৃথিবীর সমস্ত দায়িত্ব যেন আমার-
কারো চালচুলা নেই
প্রেমিক মন কারো কারো উদাসী
অবেলায় যুদ্ধ দামামা অথবা
সীমাহীন ঝড়ো হাওয়ায় ঘর ভাঙা..
কত আর লিখবো আমি
কলমেরও যেন নেই বিরতি।
আমি কি তবে কবি?
তাই কি আজও
তোমাদের এই মঞ্চে দাঁড়িয়ে এঁকে
যাচ্ছি হাজার হাজার রঙ বেরঙের ছবি?
লাভলী, ঢাকা।
২২/০৩/২০২৩
১ Comment
এটি একটি মার্জিত ও প্রানবন্ত কবিতা। শব্দ চয়ন উপযোগী ও আবেগময় যা কবির সৃষ্টিশীলতার পরিচয় তুলে ধরে।