দৈনিক ঐশী বাংলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত উক্ত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানা কবি ও কথাসাহিত্যিক সাঈদা আজিজ চৌধুরীকে আন্তর্জাতিক সাহিত্য পদকে ভূষিত করেন।
বিশ্বসাহিত্য কেন্দ্রে দৈনিক ঐশী বাংলা পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণিজন সম্মাননা ২০২৪ অনুষ্ঠিত হয়। শাহ ড. আলাউদ্দিন আলনের পরিচালনায় ও এ আর এম মুহিউদ্দীন খান ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নাজিমউদ্দিন আল আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক কবি ও গবেষক ড. এস এম শাহনূর। সংবাদপত্র ও মিডিয়া শীর্ষক মুখ্য আলোচক হিসেবে সারোয়ার ওয়াদুদ চৌধুরী অবিলম্বে তথ্য ও গনমাধ্যম সংস্কার কমিশন গঠন করে মাফিয়া ও গডফাদার মুক্ত সৎ সজ্জন নির্মোহ সাংবাদিকদের নিকট সংবাদ পত্র ও ইলেকট্রনিকস মিডিয়ার মালিকানা প্রদানের ব্যবস্হা গ্রহনের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নিকট দাবী জানান। প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্বসেরা কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ হাসিবুর রহমান, প্রফেসর ড. আলহাজ্ব শরীফ আব্দুল্লাহ হিস সাকি, কবি ও সাংবাদিক লোকমান হোসেন পলা, মোঃ মশিউর রহমান খান, আবু দাউদ মোঃ আব্দুর রব, মুফতি আল্লামা খলিলুর রহমান জিহাদি, এস এম আমানুল্লাহ, মোস্তফা হোসেন চৌধুরী, মোঃ আতিকুর রহমান খোকন প্রমুখ।
সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য বেশ ক’জনকে ঐশী বাংলা গুণিজন সম্মাননা ২০২৪ প্রদান করা হয়। পরিশেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
__________________________
এক নজরে কবি পরিচিতি:
কবি ও কথাসাহিত্যিক সাঈদা আজিজ চৌধুরী
পিতাঃ শফিকুল হক চৌধুরী
মাতাঃ সৈয়দা ফয়জুন্নেসা খাতুন
স্বামীঃ এ.এম.আজিজুর রহমান খান
জন্মস্থান: সিলেট, জন্ম তারিখ: ৭ ডিসেম্বর
শিক্ষাগত যোগ্যতাঃ অর্থনীতিতে স্নাতক (সম্মান)
সাহিত্য চর্চাঃ ছাত্র জীবন থেকেই লেখালেখির সঙ্গে জড়িত ছিলেন।
পেশা জীবনে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন।
ব্যক্তিগত জীবনঃ তিনি ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত। তিনি একজন রত্নগর্ভা মা। তাঁর এক পুত্র ও দুই কন্যা সন্তান। সবাই বিদেশ থেকে উচ্চ ডিগ্রিধারী। তিনি ভ্রমণ পিপাসু মানুষ। আমেরিকা,ইংল্যান্ড,অস্ট্রেলিয়া ও ভারতসহ বেশ কয়েকটি দেশ ভ্রমণ করেছেন।
তাঁর রচিত কাব্যগ্রন্থ সমূহ: “অবন্তিকা”, “ভালোবাসার লাইবেরী”, “শতাব্দীর চুম্বন”, চিরকুট ও নাকছাবি,প্রেমের সন্ধানে দাঁড় টানি, জাফরান সিঁদুর (গল্পগ্রন্থ), For an innocent rose (English Poetry Book)
তিনি প্রবন্ধ, নিবন্ধও লিখে থাকেন।
বাংলাদেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় কবির লেখা কবিতা নিয়মিত প্রকাশিত হয়।
তাঁকে বিভিন্ন সাহিত্য প্রতিষ্ঠান থেকে আজীবন সম্মাননা ও আজীবন সদস্যপদ প্রদান করা হয়।তিনি সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত।
তিনি আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের সাহিত্য গ্রুপের সদস্য এবং লেখালেখি করেন। আমেরিকা থেকে প্রকাশিত বিখ্যাত প্রডিজি ম্যাগাজিন ও আর্জেন্টিনার বিখ্যাত আজাহার ম্যাগাজিনের তিনি একজন নিয়মিত লেখক।
আমেরিকার উক্ত প্রতিষ্ঠান থেকে কবিতার জন্য তিনি বিভিন্ন সার্টিফিকেট অর্জন করেন।কবিতার জন্য ইকুয়েডর থেকে তিনি গোল্ডেন পেন সার্টিফিকেট অর্জন করেন।
তাঁর রচিত কবিতা আর্জেন্টিনা এবং ইকুয়েডর থেকে স্প্যানিশ ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে।
কবি বর্তমানে সাহিত্য চর্চা ও লেখালেখিতে ব্যস্ত সময় কাটান।