অসীম কৃতজ্ঞতা তোমায়।
।। সুরমা খন্দকার।।
অশরীরী চৈতন্য, এতটা প্রসন্ন চিৎকার, নিরব প্রতাপ, গর্জন!
ভালোবাসা ছাড়া কে পারে
এই নিগুঢ় অগ্নিতে অন্দরে পোড়াতে?
পংতিমালায় তোমার শব্দ যে একাকীত্ব দিয়েছিল আমায়।
যা জেট বিমানের গতিবেগে নিঃস্ব করেছিল বার বার।
যে ক্রন্দন পুষে উঠেছিল বুকে শূন্যতার বন্দরে।
যা বয়ে চলে প্রথম প্রেমানুভূতির নহরে।
ভিতরে যে আগুন পোড়ে, গহীনে যে নহর বয়ে,
আলোর কি ভীষণ বন্যা হয়!
তাতে প্রতিস্থাপন করেছি তোমার প্রেম।
অসীম কৃতজ্ঞতা তোমায়।
ভালবাসা এমনই
সবটুকু সব নিয়ে নিঃস্ব করে
তারপর চলে যায় অজানার পথে।
দু’এক মুহূর্ত রোদ্র আভা
হৃদয়ের নীলাভ আকাশে অসীম বেদনা বিছিয়ে রেখে চলে মহারথে।।
১ Comment
অসাধারণ।ভালো লাগা কবিতা।