১৩৪ বার পড়া হয়েছে
অভিপ্রায়
তসলিমা হাসান
আমি একবার নিখোঁজ হতে চাই,
কিন্তু আমি বুঝতে পারছি না, কি করে নিখোঁজ হওয়া যায়।
বারমুডা ট্রায়াঙ্গেলের মতো একটা কিছু,
আমার জীবনে এসে,
আমাকে নিখোঁজ করে দিতো যদি,
যদি তলিয়ে নিয়ে যেত অচেনা গহব্বরে।
আমার অনুপস্থিতিতে কার কতটা আসে যায়,
আমার ভীষণই জানতে ইচ্ছে করে।
আমার নিখোঁজ হওয়াটা,
কারো জীবনে কতটা পরিবর্তন আনতে পারে,
ব্যাকুলভাবেই আমার তা বুঝতে ইচ্ছে করে।
সত্যিই আমার স্পর্শের আদৌ কোন গভীরতা আছে কি-না,
ভালোবাসার মাপকাঠিতে মেপে দেখতে,
আমার বড়ো সাধ জাগে।
___________________
তসলিমা হাসান
কানাডা,২৫-০১-২০২৩