১৯৪ বার পড়া হয়েছে
অনুভূতির বাঁধন
রাবেয়া হোসেন
কৃষ্চূড়ার গোধূলি লগ্নে
নীল সাগরের তীরে
তোমার হাতে হাত রেখে
ফিরবো তোমার নীড়ে।।
অদৃশ্য অনুভূতির একটি
যদি ভালোবাসা হয়;
তাহলে, আমার হৃদয় তুমি
করেছো অনেক আগেই জয়।।
ভালোবাসি বলিনি তোমায় কখনো আমি
তবুও, এই বাঁধন দুজনের কাছেই অনেক দামি।
Montreal, Canada ??
১ Comment
congratulations