২২ শ্রাবণ-
আমি, আমার রবীন্দ্রনাথ
ইয়াসমিন সুলতানা (রীতা)
গত রাতে হঠাৎ স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল
স্বপ্ন নয় যেন আবেগের রেলগাড়ি টা দিয়ে চলে যাওয়া রোমান্টিক মনস্তাত্ত্বিক মুহূর্ত।
শৈল্পিকতার মাঝে নিজের হাত টুকু আবদ্ধ করে রেখেছিল।
হাজার প্রশ্নের মুখোমুখি হয়ে বসে আছে মোর পাশে,
তাঁর চোখের ভাষা আমি যেন পড়তে পারি,
ভালবাসার অপরাধী সাজাপ্রাপ্ত আসামির মতো
মুখের ছবি।
দুজনেই চুপচাপ,
শুধু অপলকভাবে তাকিয়ে অনুভব করতে পারি,
গোপন অন্ধকারে নিমজ্জিত রহস্যের গন্ধ।
তাঁর শয্যাশায়ী ক্লাউদিয়ার শরীরের সঙ্গী
জানায় রবীন্দ্রনাথের গহীন ভালো লাগাটুকু।
আমি স্তব উচ্চারণ করতে ভুলে গেলাম,
অবাক নয়নের ভাষা ঠিক বোঝার আগেই স্বপ্ন টা ভেঙে গেল।
কোথায় রবীন্দ্রনাথ, কোথায় তাঁর অভিন্ন প্রেমের অতল রস,
শূন্য হৃদয় জুড়ে রঙিন দুঃস্বপ্ন।
শৈশবের জিজ্ঞাসার উত্তর যৌবনের অলংকৃত গহ্বর,
আজ বাস্তবতার কঠিন শব্দ ঝংকার সৃষ্টি করে।
সবই আছে
প্রেম – আবেগ – অনুভূতি – না পাওয়ার বেদনা।
ছায়া হয়ে সাথে সাথে চলছে
গতরাতের মধুর স্বপ্ন।
ক্ষণিকের গভীর মনোবাসনা
আজ অশ্রু অশেষ বারিধারা।
সবকিছুর মধ্যেই সীমাবদ্ধ ভাংচুর গল্প,
হতভাগ্য কোনো রমনীকে বিশেষ কিছু উপহার।
ভুলেই গিয়েছিলাম আজ ২২ শ্রাবণ।
চলে যাওয়ার পথে
একটু থমকে দাঁড়ানো
আমার ভালোবাসা।
বীরগঞ্জ সরকারি কলেজ, দিনাজপুর বাংলাবিভাগ।
১ Comment
congratulations