১৭৫ বার পড়া হয়েছে
অথ চোরাবালি কথা
শাশ্বতী চ্যাটার্জী
পসরা বাতিল হ’ল এলানো পুঁটুলি বাঁধি ফের
আসলে নিলাম ছিল আমি ভাবি মেলার হুজুগ
অবিরাম নাচঘরে বেড়ে গেছে নূপুরের ঘের
ন্যাড়া পায়ে ক্ষয়ে যায় নোনাটে বালির কাঁচা বুক
অশোধিত অভিধান দোভাষীও এলো গেল ঢের
অমতে যা জরিমানা ভিটেমাটি বিকোবার প্রায়
এসব পুরোনো রোগ কমজোরি আঁজলার জের
আঙুল আলগা হ’লে বারোমেসে বানভাসি ঠায়
এখন আপাত কিছু উপশমে লিখে রাখি স্তোক
নিড়ানো ক্ষেতের দিকে উড়ে যাই সন্ধানী চিল
আয়ুরজে জন্মের পরাকাষ্ঠাটি লেখা হোক
খুঁটৈ খাওয়া ছন্দেতে বাজী রাখা যত গরমিল।