বরেণ্য গল্পকার, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক ও শিক্ষাবিদ ঝর্না রহমানের আজ জন্মদিন।
প্রতিবিম্ব প্রকাশ পরিবারের পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
১৯৫৯ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি।
আশির দশক থেকে গল্প, উপন্যাস, প্রবন্ধ -নিবন্ধ, নাটক, কবিতা, ছড়া, ভ্রমণকাহিনী, শিশুসাহিত্য রচনা করে আসছেন তিনি। বহুমাত্রিক প্রতিভার অধিকারী ঝর্না রহমানের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৬০ টি।
ঝর্না রহমানের উল্লেখযোগ্য গল্প গ্রন্থ হলো -‘ ঘুম-মাছি ও একটুকরো নারী ‘, অগ্নিতা’, স্বর্ণতরবারি ‘ ‘কৃষ্ণপক্ষের ঊষা’, পেরেক ‘। উপন্যাস – পিতলের চাঁদ, ভাঙতে থাকো ভূগোল ‘, কাব্যগ্রন্হ- জল ও গোলাপের ছোবল’, চন্দ্রদহন, হরিৎ রেহেলে হৃদয় ‘ উড়ন্ত ভায়োলিন (নাট্যকাব্য) এবং আদৃতার পতাকা,, হাতিমা ও টুনটুনি ‘ ইত্যাদি।
পেশা জীবনপ তিনি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে বাংলা বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ২০২১ সালে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ এবং ২০২১ সালে ‘অনন্যা সাহিত্য পুরস্কার’ অর্জন করেন গুণী এই কথাসাহিত্যিক। আজ তাঁর জন্মদিন, তাকে জানাই জন্মদিনের নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা।