রাজা রামমোহন ক্লাবের প্রেসিডেন্ট ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, রংপুরের প্রবীণ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনোয়ার হোসেন হৃদযন্ত্র ক্রীড়া বন্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সন্ধা সাড়ে ৬ টায় ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহি… রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ১ কন্যা সন্তান, নাত-নাতনি, আত্মীয়-স্বজন, বহু বন্ধুবান্ধবসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রংপুরের সাংস্কৃতিক অঙ্গনে তার বিশাল অবদান রয়েছে। তিনি যাত্রাপালার মধ্যদিয়ে সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ করে। তিনি দেশ বিদেশে প্রায় ২ শতাধিক মঞ্চ নাটকে অভিনয় করেছেন এছাড়াও বেতারে নাটক করেছেন।
মনোয়ার হোসেন ফেমা জাতীয় কমিটির সদস্য ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন রংপুর জেলা কমিটির সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করেন, তিনি রংপুর শিখা সংসদের সিনিয়র সহ-সভাপতিরও দায়িত্ব পালন করেন। এছাড়াও রঙ্গপুর সাহিত্য পরিষৎ এর আজীবন সদস্য, রংপুর সহিত্য সংস্কৃতিক পরিষদের সদস্য ছিলেন। মনোয়র হোসেন রংপুর টাউনহল মঞ্চে ২৮৮ দিন নাটকে বিচারকের চরিত্রে শেষ অভিনয় করেন। মরহুম মনোয়ার হোসেনের ১ম জানাযার নামাজ আজ রোবরাব বাদ যোহর (১:১৫ মিনিটে) মিস্ত্রিপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে ও ২য় জানাযার নামাজ বেলা ২ টায় কেরামতিয়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমের দাফনকার্য মুন্সিপাড়া কবরস্থানে সম্পন্ন করা হবে। সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনোয়ার হোসেন মৃত্যুতে সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাকে এক নজর দেখার জন্য সাহিত্য অঙ্গনের কর্মীরা তার বাড়িতে ভীড় জমায়।
কাজী মো. জুননুনের শোক : মনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভাগীয় লেখক পরিষদের সভাপতি, রংপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কাজী মোঃ জুননুন শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
রাজা রামমোহন ক্লাবের শোক : রাজা রামমোহন ক্লাবের প্রেসিডেন্ট মনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ। নেতৃবৃন্দরা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
বিভিন্ন মহলের শোক প্রকাশ: মনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন সামাজিক ও সাহিত্যিক সংগঠন। শোক প্রকাশকারী সংগঠনগুলো হলো: রংপুর সিটি করপোরেশন, জেলা প্রশাসন, বাংলাদেশ বেতার রংপুর, রংপুর সাহিত্য সংস্কৃতি পরিষদ, রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, বিভাগীয় লেখক পরিষদ, স্বরশৈলী আবৃত্তি চর্চা কেন্দ্র, রঙ্গপুর সাহিত্য পরিষৎ, সুজন–রংপুর মহানগর ও জেলা কমিটি, জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম, পিএফজি রংপুর মহানগর ইউনিট, করোনা প্রতিরোধে নাগরিক কমিটি রংপুর, আমরাই পারি জেলা জোট রংপুর, পেশাজীবি ফোরাম রংপুর, অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ, জাতীয় কবিতা পরিষদ, সাহিত্যের কাগজ মৌচাক, মুগ্ধতা ডটকম, পাতা প্রকাশ ডটকম, সাহিত্য মঞ্চ, ফিরেদেখা, পেন্সিল, দুয়ার, সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ প্রভৃতি।