২২০ বার পড়া হয়েছে
বৃষ্টি হবে কবে
হাবিবুর রহমান মাষ্টার (অবঃ)
মধ্য গগনে রবি বেলা দ্বিপ্রহর
পথঘাটে নেই কেহ নারী কি’বা নর।
প্রখর রোদের রশ্মি, ঝিকঝিক মাঠ
তটিণীর তটে তরী মাঝি শূন্য ঘাট।
ফার্মের মালিকের চলছে আহাজারি
প্রচন্ড তাপদাহে মোরগ যাচ্ছে মরি।
পুকুর জলে করছে নাওয়া ক্ষণিক শান্তি লাভে
অপেক্ষমান সবাই আজি বৃষ্টি হবে কবে!