গোধূলির রেশ হয়ে
দ্রুত সরে যাচ্ছে সময় শীত বিকেলের মতো,
সরে সরে অনেক দূরে চলে যাচ্ছে আমার দুঃখগুলোও।
দুঃখগুলো কত নিবিড় করে ভালোবেসে আমাকে জড়িয়ে ছিল,
আমার নানা রঙের দুঃখ!
ওরা এসেছিল, তাই বসেছিল হৃদয়ের কুঠিরে,
খুব গোপনে বসেছিল,
তবু্ও তো জড়িয়ে ছিল আমাকে।
কতকিছু তো কত অবলীলায় আলগা হয়ে যায়,
ছেড়ে চলে যায়,ভেসে চলে যায় ঠুনকো হাওয়ার মতো,
অস্পৃশ্য আলোর মতো!
কত কত অনুভব মরে গেছে সেই কবে মনে নেই,
শীতের বিকেলের ঝরা পাতার মতো মাটিতে গুড়িয়ে মিশে গেছে।
কত বিকেল তো মরে গেল জীবন থেকে,
তবুও শুধু এই শীতের বিকেলগুলো কেমন
করে যেন ফিরে ফিরে আসে মনে,অবসাদ,
বিষাদে জড়িয়ে রাখে।
কত এমনই বিকেল হেঁটেছি এক নির্ভরতার হাত
ধরে,সেই স্পর্শের রেশ কেন এত ঝাপসা লাগে?
কেন এই একাকী বিকেলগুলো আর আগের মতো
উচ্ছ্বসিত হতে পারে না?
শুধু দুঃখগুলোই নিবিড় হয়ে বসে থাকতে চায়,
তবুও পারে না সময়ের সাথে কিছু দুঃখ, সময় পারে না
কিছু দুঃখের সাথে,তারা আজন্ম সাথী
হয়ে গেঁথে থাকে বুকের গহীনে।
সুখগুলো কেন এত চঞ্চল, এত আনমনা, এত ভাসা ভাসা?
তারা এক বোহেমিয়ান সত্তা যেন, বসতে বসতেই উতলা হয় সরে যাওয়ার জন্য,
ভেসে যাওয়ার জন্য।
সুখগুলো কোথায় পালায়, কোথায়?
বারবার কেন সন্ধ্যার আলোর মতো গোধূলির রঙ ছড়িয়ে
আঁধারে মিলিয়ে যায়?
আর ছুটতে ইচ্ছে করে না এক সময়,
আমরা আপন ভুবনে থিতু হয়ে বসে পড়ি,
কখনও দুঃখ এসে গায়ে লুটিয়ে পড়ে,
কখনও আচমকা কিছু সুখ আসে গোধূলির রেশ
হয়ে,আমাদের মন কেমন বোহেমিয়ান সত্তা হয়ে যায় একদিন,
কোন অনুভবই যেন আর আগের মতো চঞ্চল করে না, উতলা করে না,
গভীর করে জড়িয়ে ধরতে পারে না!
শীতের বিকেলের ঝরা পাতার মতো মিলিয়ে
যায় কত কত অনুভব,
তবুও আচমকা গোধূলির রেশ হয়ে ফিরে আসে!
কানাডা,০৪-১২-২০২২
এক অন্য আমি
আজ কেমন করে বসে থাকি আমি,
কখনও বিমর্ষ এ মন, কিবা উচ্ছ্বাসের আলোড়ন,
তুমি জানো না কিছু।
আজ সকালের আলোয় হয়ে যাই আমি এ এক অন্য আমি,
ইচ্ছে করে পলাশের বনে কোকিলের কুহুতান শুনি শুধু তোমার পাশে বসে,
তুমি জানো না কিছু।
আমি বলি না কিছু, শুধু নিজের মনে আল্পনা এঁকে যাই,
সংসারের নিত্য দিনের রঙচটা দেয়াল ভেঙে হয়ে যাই
আমি বারবার এক অন্য আমি।
আমার ভেতরের যত সত্তা এক এক আলোর সাথে এক এক রঙের
পসরায় আকস্মিক ঢেউ তুলে ভেসে যায় দূর কোন অচেনা বাঁকা পথে,
যেখানে এক ঝাঁক সাদা বক এক পায়ে
দাঁড়িয়ে শাপলা ঝিলের পাশে,
শরতের মেঘের মতো আমার বলাকা
মন,শুধু মুখোমুখি বসে থাকি তুমি আর
আমি,তুমি জানো না কিছু।
রোদের ভাজে ভাজে মেঘ এসে উঁকি দিয়ে বলে,
যদি অভিমান জমা থাকে ভাসিয়ে দাও আমার বুকে,
আমি ঝরে যাবো বৃষ্টি হয়ে,
তুমি হও শাশ্বত অপার এক প্রেমময়ী প্রেয়সী।
ভুলে যাই আমি এ কোন আমি,
আমি বারবার হয়ে যাই এক অন্য আমি, তুমি তাকে চেনো না,
তুমি যাকে হয়তো দেখেছো কিংবা দেখনি কখনও।
আমি হতে পারি কাশবনে উড়ে চলা এক নামহীন পাখি,
ফুলে ফুলে দোল খাওয়া এক পথভোলা প্রজাপতি,
এক এক আলোর সাথে আমি ডুবে যাই, ভেসে উঠি,
হয়ে যাই শরতের সাদা মেঘ।
আমি তোমার সাথে হাত ধরে হেঁটে চলে যাই
পাতা ঝরা পথ ধরে অচল সময়ের এক হারানো বিকেলে,
পড়ে থাক জীবনের যত কোলাহল,
মুছে যাক জীবনের যত ধূসর কবিতা,
আমি বারবার হয়ে যাই এক অন্য আমি,
যেখানে শুধু মুগ্ধতায় এঁকেছিল
কাজল আঁখি!
তসলিমা হাসান
কানাডা, ০৪-১২-২০২২
১ Comment
ভালোবাসার রাজপ্রসাদে, ভালবাসি ভালবাসি বলে আত্মচিৎকার। কবিতাখানি ভালোবাসার স্বরূপ পূর্ণতা পেয়েছে। কবি তসলিমা হাসানকে ধন্যবাদ।