প্রতিবিম্ব প্রকাশ এর উত্তরা, ঢাকার কার্যালয়ে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত:
বিশেষ প্রতিবেদক ঢাকা:
আজ ২৪/০৭/২০২৩ বিকেল ৫টায় প্রতিবিম্ব প্রকাশের উত্তরা, ঢাকার নিজস্ব কার্যালয়ে সাহিত্য আড্ডার আয়োজন করে। প্রতিবিম্ব প্রকাশ-এর নিয়মিত সাহিত্য আড্ডায় আজকের অতিথি ছিলেন বরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন। সাহিত্য আলোচনায় অংশগ্রহণ ও কবিতা আবৃত্তি করেন বীর মুক্তিযোদ্ধা ও কবি এ টি এম ফারুক আহমেদ (সাবেক পুলিশ সুপার), কবি ও গীতিকার তৌফিকা আজাদ, কবি সাঈদা আজিজ চৌধুরী, কবি হারুনুর রশীদ, কবি মো. নূরুল হক, কবি কে,এম,সানোয়ার হোসেন (নয়ন), কবি মুস্তাহিদুর রহমান প্রমুখ গুণীজন।
বিশেষ আলোচনায় কবি রেজাউদ্দিন স্টালিন সাহিত্যের উপর বিশদ আলোচনা করেন, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
_______________________________
পরবর্তী সাহিত্য আড্ডায় আপনারাও যোগ দিতে পারেন। আমন্ত্রণ রইল।
ফোন: ০১৭১৫৩৬৩০৭৯।
প্রতিবিম্ব প্রকাশ:
বাড়ি#০১, সড়ক#১৪/বি, সেক্টর#০৪, উত্তরা, ঢাকা।
(রাজলক্ষী কমপ্লেক্সের বিপরীতে)।